adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংসদ সদস্যদের ডিজিটাল প্লাটফর্মের আনুষ্ঠানিক যাত্রা

M Pডেস্ক রিপাের্ট : সংসদ সদস্যদের প্রশ্ন করা যাবে তা ছিল এক সময় কল্পনাতীত। আবার সেই প্রশ্নের উত্তর দিয়ে উন্নয়নকাজে ঝাঁপিয়ে পড়বেন ওই সাংসদ তা ছিল অলীক স্বপ্ন। তবে, অনানুষ্ঠানিক যাত্রার এক বছরেরও কম সময়ে তা সম্ভব করেছে ‘আমার এমপি ডটকম’ নামের একটি ওয়েবসাইট। ‘জনগণের সঙ্গে সংসদ সদস্যদের যোগাযোগের সহজ মাধ্যম’ স্লোগানে ‘আমারএমপি’ স্বেচ্ছাসেবী  সংস্থা এই ওয়েবসাইটটি পরিচালনা করছে।

মঙ্গলবার সকালে রাজধানীর আইসিটি টাওয়ারের বিসিসি অডিটোরিয়ামে আমার এমপির উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ অন্তত ৩০ জন সংসদ সদস্য উপস্থিতি ছিলেন।

আমার এমপি ডটকম একটি স্বেচ্ছাসেবী সংস্থা। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে অনানুষ্ঠানিকভাবে যাত্রা হওয়া এই প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এখন পর্যন্ত ১৫০ জন এমপি সংযুক্ত হয়েছেন। সাইটটি ব্যবহার করে জনগণ তার স্ব স্ব এলাকার জনপ্রতিনিধির কাছে ৭৩০টি প্রশ্ন করেছে। এর ৪৪ শতাংশ প্রশ্নের উত্তর দিয়েছেন এমপিরা, যার অধিকাংশই কোনো না কোনোভাবে উন্নয়ন প্রকল্প বা সমস্যা সম্পর্কিত।

প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার বলেন, ‘আমার এমপি ডটকমের উদ্যোগটি খুব ইতিবাচক। তবে মনে রাখতে হবে এর দ্বারা যেন আমাদের কাছে নেতিবাচক কোনো মন্তব্য না আসে।’

ফজলে রাব্বি মিয়া বলেন, ‘ইতোমধ্যে দেড়শ এমপি এই মাধ্যমটিতে যুক্ত হয়েছেন। আগামী মার্চের মধ্যে দেখতে চাই ৩৫০ জন এমপিই যেন এই ওয়েবসাইটে যুক্ত হন।’

ডেপুটি স্পিকার বলেন, ‘আগামী নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বেই অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। বিএনপি নেতারা যাই বলুক না কেন তাদের নির্বাচনে অংশগ্রহণ করতেই হবে।’

এই সাংসদ বলেন, ‘সমাজের পিছিয়ে পড়া জনগণ ও প্রতিবন্ধীদের যদি মূল স্রোতে নিয়ে আসতে না পারি তবে উন্নয়নের যে লক্ষ্য রয়েছে তা বাস্তবায়ন করা সম্ভব হবে না। তাই এমপিদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল স্রোতে নিয়ে আসতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘জনপ্রতিনিধি ও জনগণের সেতুবন্ধন হিসেবে আমার এমপি ডটকম যুগান্তকারী বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। বর্তমানে অর্ধেকেরও বেশি এমপি এতে যুক্ত রয়েছেন। আমার জানামতে প্রতিবেশী কোনো দেশে এমন কোনো ডিজিটাল প্লাটফর্ম নেই, যেখানে এমপিকে প্রশ্ন করা যায়। অথবা তিনি ওই মাধ্যম ব্যবহার করে প্রশ্নের উত্তর দেন।’

প্রতিমন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ শেখ হাসিনা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। আর ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্যেই আমরা ডিজিটাল প্লাটফর্মে আরও বেশি সক্রিয় হবো। আমাদের আরও বেশি সক্রিয় হতে হবে।’

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘এক বছরও হয়নি আমার এমপি ডটকমের যাত্রা শুরু হয়েছে। এখনো অনেকেই এ ব্যাপারে সচেতন নন। অর্ধেক এমপি এই প্লাটফর্মে যুক্ত হয়েছেন। তাই ৪৪ শতাংশ প্রশ্নের উত্তর এলেও তা খুবই ইতিবাচক।’

পলক বলেন, ‘২০১৮ সালে একাদশতম নির্বাচনের আগে বুঝতে পারবো ডিজিটাল প্লাটফর্মের গুরুত্ব আসলে কতটা।’

সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ‘নাগরিক সেবা এখন হাতের মুঠোয়। যেকোনো নিউজ চ্যানেল বা অনলাইন পোর্টাল থেকে আমার মনে হয় আমরা আরও বেশি এগিয়ে। কারণ সারাক্ষণই আমাদের জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকতে হয়। আর ডিজিটাল এই প্লাটফর্মের উদ্যোগ খুবই ইতিবাচক।

অনুষ্ঠানে ছিল প্রশ্নোত্তর পর্বও। এক প্রশ্নের জবাবে গফরগাঁওয়ের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, ‘সাইটটি ব্যবহার করে আমার এলাকা গফরগাঁও থেকেও কয়েকটি প্রশ্ন এসেছে। আমি সেইসব সমস্যা সমাধানের চেষ্টা করেছি।  এখনো যেসব এমপি এই সাইটে যুক্ত হbনি তাদের এই সাইট ব্যবহারের উপকারিতা জানাতে হবে।‘

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. মোখলেসুর রহমান বলেন, `আমরা পুলিশকে আরও ডিজিটাল করতে চাই, যেখানে জনগণ পুলিশকে প্রশ্ন করতে পারবে। পুলিশে এখন অনেক পরিবর্তন এসেছে। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে আরও পরিবর্তন আসবে।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শম্পা রেজা। আমার এমপি ডটকমের চেয়ারম্যান প্রকৌশলী সুশান্ত দাস গুপ্তের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য বাণী ইয়াসমিন হাসি, কুহেলী কুদ্দুস মুক্তি প্রমুখ।

অনুষ্ঠানে সেরা ১০ উত্তরদাতা এমপিকে ক্রেস্ট দেয়া হয়। এছাড়া সেরা ১০ অ্যাম্বাসেডরও পান ক্রেস্ট।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া