adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কেন্দ্রীয় চুক্তি বাতিলসহ সাব্বিরকে ২০ লাখ টাকা জরিমানা

Bangladesh's Sabbir Rahman during the second one day international cricket match in Dhaka, Bangladesh, Friday, Oct. 9, 2016. (Photo by Ahmed Salahuddin/NurPhoto) ক্রীড়া প্রতিবেদক : জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) এক কিশোরকে মারধর ও একই সঙ্গে আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট দলের হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমানকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সঙ্গে ২০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে তাকে। আজ সোমবার  সাংবাদিকদের এ তথ্য জানান বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গত ২১ ডিসেম্বর জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের ম্যাচ চলাকালীন এক কিশোর সাব্বির রহমানকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করার পর মাঠের আম্পায়ারের কাছ থেকে অনুমতি নিয়ে বাইরে যান সাব্বির। সেখানেই সেই কিশোরকে মারধর করেন তিনি।

শুধু তাই নয়, ম্যাচ রেফারি এবং আম্পায়াররা তার বিরুদ্ধে অভিযোগ তুললে তাদের সঙ্গেও খারাপ আচরণ করেন জাতীয় দলের এই ক্রিকেটার। ঘটনাটি মিডিয়ায় প্রকাশ হওয়ার পর  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিসিপ্লিনারি কমিটির নজরে আসে। তারা বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেয়।
এরপরই আশঙ্কা করা হচ্ছিলো বেশ বড় ধরণের শাস্তির মুখেই পড়তে যাচ্ছেন সাব্বির। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হলো। বিসিবির কেন্দ্রীয় কমিটির চুক্তি থেকে বাদ দেয়া ছাড়াও ২০ লাখ টাকা জরিমানা এবং ৬ মাসের জন্য ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ করা হয়েছে সাব্বিরকে। বিসিবি সভাপতি বলেছেন, ভবিষ্যতে এ ধরনের অপরাধ করলে আজীবনের জন্য নিষিদ্ধ করা হবে সাব্বির রহমানকে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া