adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঢাকা উত্তরে সিটির নির্বাচন করতে আ.লীগের সংকেত পেয়েছি: আতিকুল ইসলাম

ATIKডেস্ক রিপাের্ট : ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনে মনোনয়নের বিষয়ে আওয়ামী লীগের উচ্চ পর্যায় থেকে সবুজ সংকেট পাওয়ার কথা জানিয়েছেন ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম।

আনিসুল হকের মৃত্যুতে ফাঁকা হওয়া পদ পূরণে জানুয়ারির প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে আনিসুলের মৃত্যুর পর থেকেই কে মনোনয়ন পাচ্ছেন, তা নিয়ে নানা জল্পনা-কল্পনা শোনা যাচ্ছে দুই প্রধান দলে।

আওয়ামী লীগ ২০১৫ সালে এখানে আনিসুল হককে সমর্থন দিয়ে চমকে দিয়েছিল অনেকটা। এবারও চমক আছে, সেটা জানিয়েছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর বেশ কিছু নাম ঘুরে বেড়াচ্ছে গণমাধ্যমে। এর মধ্যে সবশেষ সংযোজন বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম।

আতিকুলের সঙ্গে সোমবার দুপুরে কথা হয়েছে ঢাকাটাইমসের। গুঞ্জনের বিষয়ে জানতে চাইলে তিনি জবাব দেন সংক্ষিপ্ত।

আতিকুল বলেন, ‘আওয়ামী লীগের উচ্চ পর্যায় থেকে আমাকে নির্বাচনে প্রস্তুতি নিতে বলা হয়েছে। সেই অনুযায়ী আমি কাজ শুরু করেছি।’

আপনার সঙ্গে কি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কথা হয়েছে? এমন প্রশ্নে আতিকুল বলেন, ‘এ বিষয়ে এখন আমি বলবো না। তবে আমি আওয়ামী লীগের উচ্চ পর্যায় থেকে গ্রিন সিগনাল পেয়েছি। ওখান থেকে আমাকে বলা হয়েছে প্রচার-প্রচারণা শুরু করতে।’

‘আমি ইতিমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তর্গত বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্যদের সাথে দেখা করেছি। তাদের সাথে কথা বলেছি।’

আপনার মূল পরিকল্পনায় কী থাকবে?- এমন প্রশ্নে এই ব্যবসায়ী নেতা বলেন, ‘নির্বাচিত হতে পারলে প্রয়াত মেয়র আনিস ভাইয়ের অসামাপ্ত কাজ শেষ করা, সেই সাথে আমার যে আইডিয়া আছে সেগুলোকে নিয়ে ঢাকাকে একটি বাসযোগ্য নগরী হিসাবে গড়ে তোলায় হবে আমার মূল লক্ষ্য।’

গত ২২ ডিসেম্বর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে প্রয়াত মেয়র আনিসুল হকের স্মরণে নোয়াখালী জেলা সমিতি ঢাকার আয়োজনে শোকসভা ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন কুমিল্লার তিতাসের সন্তান আতিকুল ইসলাম। সেখানে তাঁর বক্তব্যে তিনি বলেন, ‘সবার সম্মিলিত প্রয়াসে আমরা আনিস ভাইয়ের স্বপ্ন বাস্তবায়ন করবো।’

গত শনিবার গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠকে ঢাকা ‍উত্তরে মেয়র নির্বাচন নিয়ে আলোচনা হয়। সেখানে আতিকুল ইসলামের বিষয়ে আলোচনা হয়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2017
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া