adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রোববার বৃষ্টি থাকলে না খেলেই ফাইনালে যাবে কুমিল্লা

BPLক্রীড়া প্রতিবেদক : রোববার (১০ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে রংপুর রাইডার্স আর কুমিল্লা ভিকোরিয়ান্সের মধ্যে বিপিএলের ফাইনালে যাওয়ার লড়াই। ২০১৫ সালে তৃতীয় আসরে এসেই চ্যাম্পিয়ন হয়েছিলো কুমিল্লা। রংপুরের ভাগ্যে জুটেনি ফাইনালে খেলা। এবার তারা প্রথমবারের মতো বিপিএলের ফাইনালে খেলার স্বপ্ন দেখছে। কিন্তু তাদের সেই স্বপ্ন যেনো ফিকে করে দিচ্ছে ‘বৃষ্টি’।
আজ শনিবার মিরপুরের আকাশ প্রায় সারাটা দিনই ছিল বৃষ্টির দখলে। সূর্যের দেখা মেলেনি। আবহাওয়ার পূর্বাভাসেও বলা হচ্ছে, আজ রোববারও যাবে একইভাবে। তার মানে বৃষ্টিতে ভেসে যেতে পারে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটা। যদি তাই হয়, তা হলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বাইলজ অনুযায়ী ফাইনাল খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টুর্নামেন্টে সবচেয়ে বেশি জয় পেয়েছে যে তারাই। ১২ ম্যাচে ৯টি জয় কুমিল্লার। আর সমান সংখ্যক ম্যাচে রংপুরের জয় ৬টি। অনেক এগিয়েই কুমিল্লা। শুধু তাই নয়, রংপুরের সঙ্গে মুখোমুখি লড়াইয়েও একচ্ছত্রভাবে এগিয়ে তারা। গ্রুপ পর্বের ২টি ম্যাচেই জিতেছে তামিম ইকবালের দল। তবে মুখোমুখি লড়াই কিংবা অধিক জয় কোনটাই যে নকআউট পর্বে প্রভাব ফেলে না তার উদাহরণ আগের দিন রেখেছে কুমিল্লা।
প্রথম কোয়ালিফায়ারে ঢাকা ডায়নামাইটসের বিপে বিশাল ব্যবধানেই হেরে যায় দলটি। অথচ গ্রুপ পর্বে তাদের চেয়ে ২টি জয় বেশি ছিল কুমিল্লার। আর মুখোমুখি লড়াইয়ে দুইবারই জিতেছিল তারা।

আবহাওয়ার প্রতিবেদন অনুযায়ী আজ সারাদিনই বৃষ্টির প্রভাব থাকবে ঢাকায়। বিবিসি ও অন্যান্য আবাহাওয়া সংক্রান্ত নিউজপোর্টালের ভবিষ্যৎবাণী এমনই। তামিমের কুমিল্লা বৃষ্টি চাইতেই পারে। ঝুঁকি থাকলো না ফাইনালে খেলা নিয়ে। আর মাশরাফির রংপুর চাইছে কার্টেল ওভারের হলেও ম্যাচ গড়াক মাঠে। সন্ধ্যা ৬টায় ম্যাচ শুরু হওয়ার কথা। বৃষ্টি থাকলে অপো করা হবে প্রায় রাত ৯টা পর্যন্ত। নইলে বৃষ্টির পেটেই যাবে ম্যাচটি। আর তেমনটা হলে ১২ তারিখের ফাইনাল তো খেলবে ২০১৫ এর চ্যাম্পিয়ন কুমিল্লাই!

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2017
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া