adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘আনিসুল হক মনের মাধুরী দিয়ে নগর ভবন সাজিয়েছিলেন’

MAYORডেস্ক রিপাের্ট : গুলশান-২-এর ৪৬ নম্বর রোডের নগর ভবন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান কার্যালয়। প্রথম দেখায় মনে হবে, এটা বোধ হয় কোনো বেসরকারি প্রতিষ্ঠানের। কারণ, এটি নান্দনিক নকশায় তৈরি করা হয়েছে। তার চেয়ে আরও পরিপাটিভাবে সাজানো সদস্য প্রয়াত মেয়র আনিসুল হকের দপ্তর।

গত ২৭ জুলাই এই দপ্তরে শেষবারের মতো দাপ্তরিক কাজ করেছিলেন আনিসুল হক। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, নিজের মনের মাধুরী দিয়ে নগর ভবনটি সাজিয়েছিলেন আনিসুল হক। এর মাধ্যমে তিনি নগরবাসীকে একটি তথ্য দিতে চেয়েছিলেন। সেটা হলো এমন আধুনিক ও দৃষ্টিনন্দন নগরী তিনি নাগরিকদের উপহার দিতে চেয়েছিলেন। কিন্তু তিনি তাঁর সেই স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন করে যেতে পারেননি। গত বৃহস্পতিবার রাতে যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

গতকাল সোমবার সকাল সাড়ে নয়টা। প্রায় চার মাস পর আনিসুল হকের দপ্তরটি সাংবাদিকদের জন্য উন্মুক্ত করা হয়। পরে তাঁর দৃষ্টিনন্দন দপ্তরটি ঘুরে দেখান ডিএনসিসির কর্মকর্তারা। দেখা যায়, মেয়র দপ্তরসহ পুরো নগর ভবনটি পরিপাটিভাবে সাজানো। মেয়রের দপ্তরের সামনে আগন্তুক নাগরিকদের বসার জন্য বিশাল বড় লবি। চারপাশে দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ কবি, সাহিত্যিকদের ছবি টানানো। তবে পুরো নগর ভবনটি এখন স্তব্ধ। ৪৬ নম্বর রোডের ২৩-২৬ নম্বর ভবনটির অষ্টম, নবম ও দশম তলা নিয়ে নগর ভবন। মেয়র দপ্তর নবম তলায়।

মেয়রের দপ্তর পরিদর্শন শেষে নগর ভবন নান্দনিকভাবে সাজানোর বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএনসিসির অঞ্চল-৩-এর নির্বাহী প্রকৌশলী খন্দকার মাহবুব আলম। তিনি বলেন, মেয়র শেষ যেদিন অফিস করেছিলেন, সেদিন তার দপ্তরটি যে অবস্থায় ছিল, আজও সেভাবে তা রাখা হয়েছে। প্যানেলের মেয়র ওসমান গণি মেয়রের দপ্তরের পাশে কনফারেন্স কক্ষেই তার দাপ্তরিক কাজ সারছেন। তবে মেয়রের চেয়ারটি ফাঁকা থাকায় নগর ভবনটিই শূন্য মনে হয়।
-প্রথমআলাে

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2017
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া