adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কলকাতা চলচ্চিত্র উৎসবে সেরা ‘টেলিভিশন’

image_62855_0ঢাকা: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ছবি ‘টেলিভিশন’ এশিয়ান ছবির নির্বাচনী বিভাগে সেরা ছবির পুরস্কার ‘নেটপ্যাক পুরস্কার’ পেয়েছে। গত ১৭ নভেম্বর ছিল চলচ্চিত্র উৎসবের শেষ দিন। সন্ধ্যায় কলকাতার সায়েন্স সিটি মিলনায়তনে সমাপ্তি অনুষ্ঠানে দেওয়া হয় এই পুরস্কার। পুরস্কার প্রদান করেন চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্যান অভিনেতা রঞ্জিত মল্লিক এবং প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ।

ছবিটির পক্ষে গৌতম ঘোষের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং টেলিভিশন ছবির অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

পুরস্কার গ্রহণ করে ফরিদুর রেজা সাগর ধন্যবাদ জানান চলচ্চিত্র উৎসব কমিটি এবং কলকাতার চলচ্চিত্র প্রেমীদের। তিনি বলেন, ‘বাংলাদেশে আরও ভালো ছবি তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে এ পুরস্কার। এদিকে টেলিভিশন ছবির দুটি প্রদর্শনী কলকাতার চলচ্চিত্র প্রেমীদের দারুণভাবে মন জয় করেছে এবং প্রশংসা কুড়িয়েছে কলকাতাবাসীর।

১৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় ‘টেলিভিশন’ প্রথম প্রদর্শিত হয় রবীন্দ্র সদনে এবং দ্বিতীয় প্রদশর্নী হয় ১৬ নভেম্বর শনিবার সন্ধ্যায় কলকাতার সল্টলেকের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে।

ছবিটির কাহিনী তৈরি করেছেন আনিসুল হক ও মোস্তফা সরয়ার ফারুকী। পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। ছবিটিতে অভিনয় করেছেন আমিন চেয়ারম্যানের ভূমিকায় শাহির কাজী হুদা। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশারফ করিম, তিশা প্রমুখ। ইমপ্রেস টেলিফিল্মের মুক্তিযুদ্ধের ছবি ‘গেরিলা’ এর আগে এ সম্মানে ভূষিত হয়েছিল।

১৯তম এই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার ৬৩টি দেশের ১৮৯টি চলচ্চিত্র যোগ দেয়। উৎসব চলেছে কলকাতার ১৩টি প্রেক্ষাগৃহে। শুরু হয় ১০ নভেম্বর এবং শেষ হয় ১৭ নভেম্বর। উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে নেতাজি ইনডোর স্টেডিয়ামে। উৎসবের উদ্বোধন করেন বলিউডের প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, মিঠুন চক্রবর্তী, কমল হাসান, প্রসেনজিৎ প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া