adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি- ছাত্রলীগ নেতা আটক

ATOKনিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতিতে ব্যবহৃত ইলেকট্রিক ডিভাইসসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ইশতিয়াক আহমেদ সৌরভ চবি ছাত্রলীগের স্থগিত কমিটির সহ-সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের ছাত্র।
এড়াছা ক্যাপাসে সৌরভ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং চবি ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক এইচ এম ফজলে রাব্বী সুজনের অনুসারি হিসেবে পরিচিত।
এর আগে গত ২৫ অক্টোবর দুপুরে চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকা থেকে ঢাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র নাজমুলকে তিনটি ইলেকট্রনিক ডিভাইসসহ আটক করে পুলিশ।

এরপর নাজমুলের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ছাত্রলীগ নেতা সৌরভকে আটক করে। এ সময় তার কাছ থেকে হিয়ারিং ডিভাইস, ব্লুটুথ ডিভাইস ও বেশ কয়েকটি ব্যাটারি জব্দ করে। এই ডিভাইসগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ব্যবহৃত হয়েছে পুলিশকে জানিয়েছেন সৌরভ।
পাঁচলাইশ জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোবাশ্বের হোসাইন জানান, ইশতিয়াক সৌরভ, নাজমুল ছাড়াও এই চক্রের আরও বেশ কয়েকজন সদস্য রয়েছেন। তাদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া