adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তাসকিন,নাসির ও শফিউলের ক্যাসিনো-কাণ্ড তদন্তের ঘোষণা বিসিবি সভাপতির

PAPONনিজস্ব প্রতিবেদক : দারুণ সমালোচনার মুখে এখন বাংলাদেশের তিন ক্রিকেটার। তাদের ক্যাসিনো মাস্তি নিয়ে তোলপাড় চারদিক। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মিডিয়া, তুমুল আলোচনা। কিভাবে পারলেন তারা? এমন বাজে সফরে, তাও এমন হারের পর?
রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০ রানের বিশাল হারের পরের ঘটনা। টাইগাররা হোয়াইটওয়াশ হয়েছে সেদিন। কিন্তু রাত না হতেই আনন্দ-মাস্তিতে নেমেছিলেন নাসির হোসেন, তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম। টিম নিয়ম ভেঙেছেন। ইস্ট লন্ডনের স্থানীয় এক ক্যাসিনোতে যান তারা। ফেরেন ফিরে আসার বেধে দেওয়া সময়ের অনেক পর। এই তিন ক্রিকেটার আসলেই ক্যাসিনোতে গিয়েছিলেন কি না সেই রাতে তা তদন্ত করে দেখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার বিকেলে এই সিদ্ধান্ত জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

নাসির, তাসকিন ও শফিউলের ক্যাসিনো যাওয়া নিয়ে গণমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। কিন্তু ক্যাসিনোতে যাওয়াটাকে খারাপ ভাবে দেখছেন না বিসিবি সভাপতি। কিন্তু সময় বলে তো একটা কথা আছে!
তাই বিষয়টি পূর্ণ তদন্ত করবেন বলে জানান পাপন, ‘নিউজ হওয়ার মতো ব্যাপার হয়েছে কারণ ওরা ক্যাসিনোতে গেছে। কিন্তু ক্যাসিনোতে মানুষ যায় খেলতে, ওরা খেলতে যায়নি। সকলেই বলছে ওরা খেলেনি। ওখানে নাকি অন্যান্য জিনিস, খাওয়া দাওয়া সবই ছিল। মলের মতো তো ওখানে কয়েকটা মেশিন বসানো থাকে। সেই জন্য হতে পারে। একজন খেলোয়াড় হলে কিছু করা যেত। তিনজন খেলোয়াড় যেহেতু, এখনই কিছু বলছি না। অবশ্যই এটা তদন্ত করে যেটা দেখা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে।’

ইস্ট লন্ডনের বাফেলো পার্কে রোববার ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি খেলে বাংলাদেশ। এবার টি-টুয়েন্টি মিশন। বৃহস্পতিবার প্রথম টি-টুয়েন্টির ভেন্যু ব্লমফন্টেইন। আগে থেকেই চূড়ান্ত ছিল সোমবার সেই শহরে পাড়ি দেবে টাইগাররা।
রোববার ম্যাচের পর তাই অঘোষিত ছুটির আমেজ ছিল ক্রিকেটারদের মধ্যে। কিন্তু টিম রুলসে স্পষ্ট, রাত ১০টার মধ্যে হোটেলে থাকতেই হবে। কিন্তু সেই টিম রুলস অমান্য করে নাসির, শফিউল ও তাসকিন ক্যাসিনোতে গিয়ে আনন্দ-ফূর্তি করেছেন। রাত সোয়া ১১টা পর্যন্তও তারা হোটেলে ফেরেননি। এমন খবরই উঠে এসেছে দক্ষিণ আফ্রিকায় সিরিজ কাভার করতে যাওয়া সাংবাদিকদের একাধিক প্রতিবেদনে।

তবে এখনই কোন অ্যাকশনে যাওয়ার প্রশ্ন আসে না বিসিবির, বলেন পাপন। অপেক্ষা করবেন টিম ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নুর প্রতিবেদনের, ‘আমরা লিখিত রিপোর্ট এখনও পাইনি। যে খবরটা পেয়েছি আজ বোর্ডে এসেই। খেলোয়াড়রা রাত ১০টার পর বাইরে থাকতে পারে না। টিম হোটেলের সামনেই একটা শপিং মল আছে। ওখানটায় নাকি খেতে গিয়েছিল ওরা। যাওয়ার পর ডি ভিলিয়ার্স ও রাবাদার সঙ্গে দেখা হয় ওদের। ওখানে গল্প করে, ওদের সঙ্গেই ওরা ক্যাসিনো গিয়েছে। খেলতে যায়নি বা খেলেনি ওরা। ১০টার মধ্যে ফেরার কথা, ১০টা ৩৪ এ হোটেলে পৌঁছেছে ওরা। তারপরও যেহেতু এখন সিরিজ চলছে এবং টিম ম্যানেজারের রিপোর্ট পাব। রিপোর্ট দেখার পরে যা করার তাই করব।’

এদিকে বৃহস্পতিবার টি-টুয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগে সাকিব আল হাসানের দলের সঙ্গে মিটিংয়ে বসবেন পাপন। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টায় স্কাইপের মাধ্যমে মিটিংয়ে যোগ দেবেন বিসিবি সভাপতি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া