adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দ. আফ্রিকা ৩৫৪ রানের টার্গেট দিলাে বাংলাদেশকে

South Africa's AB de Villiers (C) celebrates after scoring a century (100 runs) during the second one day international (ODI) cricket match between South Africa and Bangladesh at Boland Park in Paarl on October 18, 2017. / AFP PHOTO / RODGER BOSCHক্রীড়া প্রতিবেদক : ক্যারিয়ার সেরা ইনিংস খেললেন এবি ডি ভিলিয়ার্স। ১০৪ বল খেলে করলেন ১৭৬ রান। এই রান করার পথে ১৫টি চার ও সাতটি ছক্কা মারেন তিনি। নির্ধারিত ৫০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ালো ছয় উইকেট হারিয়ে ৩৫৩ রান। বাংলাদেশের পক্ষে রুবেল হোসেন ৪টি ও সাকিব আল হাসান ২টি করে উইকেট নিয়েছেন। সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তাই সিরিজ বাঁচিয়ে রাখতে হলে আজ বাংলাদেশের জয়ের কোনও বিকল্প নেই।

পার্লে আজ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। ম্যাচটিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা করে।

প্রোটিয়াদের ওপেনিং জুটি ভাঙে দলীয় ৯০ রানে। ইনিংসের ১৮তম ওভারে বোলার ছিলেন সাকিব আল হাসান। এই ওভারের তৃতীয় বলে কুইন্টন ডি কককে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। একই ওভারের শেষ বলে ফাফ ডু প্লেসিসকে বোল্ড করেন সাকিব।

এরপর ইনিংসের ৩৬তম ওভারের শেষ বলে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান হাশিম আমলা। এক্ষেত্রে বোলার ছিলেন রুবেল হোসেন। ফেরার আগে আমলা করেন ৮৫ রান।

দলীয় ৩৪৩ রানে রুবেল হোসেনের বলে সাব্বির রহমানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এবি ডি ভিলিয়ার্স। ফেরার আগে তিনি করেন ১৭৮ রান। ওয়ানডেতে এটি তার ক্যারিয়ার সেরা ইনিংস। এর আগে তার বক্তিগত সর্বোচ্চ ইনিংস ছিল ১৬২। ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে এক ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড এটি। এর আগের রেকর্ডটি ছিল কুইন্টন ডি ককের। গত ম্যাচে ১৬৮ রান করে এই রেকর্ড গড়েছিলেন তিনি। ইনিংসের শেষ ওভারের চতুর্থ ও পঞ্চম বলে জেপি ডুমিনি ও ডোয়াইন প্রিটোরিয়াসকে ফেরান রুবেল হোসেন।

বাংলাদেশ আজ একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। একাদশে নেই মোহাম্মদ সাইফউদ্দিন। গত ম্যাচে ইনজুরির কারণে না খেললেও আজ একাদশে আছেন তামিম ইকবাল। সিরিজের প্রথম ম্যাচে দশ উইকেটে হেরেছিল বাংলাদেশ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া