adv
১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সন্তানদের সুরক্ষায় টুইটার কর্তৃপক্ষকে শচীনের অনুরোধ

SACHINস্পোর্টস ডেস্ক : শচীন টেন্ডুলকারের ক্রিকেটকে বিদায় বলার দিনটা মনে আছে? বিদায়ী ভাষণ? সেদিনের সেই ভাষণে অনেক কথাই বলেছিলেন শচীন। বলেছিলেন মেয়ে সারা ও ছেলে অর্জুনকে নিয়েও। ক্রিকেটে ব্যস্ত থাকায় ছেলে মেয়েদের ঠিক-ঠাক সময় দিতে পারেননি। কথা দিয়েছিলেন এখন থেকে ঠিক মতো সময় দেবেন। ক্রিকেটকে বিদায় বললেও শচীনের ব্যস্ততা যে কমেছে তা বলার উপায় নেই। তবে একজন বাবা টেন্ডুলকার কিন্তু ছেলে-মেয়েদের প্রতি খুবই যতœশীল। নইলে সারা ও অর্জুনের নামে চালু থাকা ভুয়া টুইটার অ্যাকাউন্ট নিয়ে কি আর এত উদ্বিগ্ন হন লিটল মাস্টার?
টুইটারে এমনিতে শচীন নিজে খুব সক্রিয়। যে কোন বিষয়ে ভক্তদের কাছে বার্তা পৌঁছে দিতে টুইটার তার সবচেয়ে প্রিয় মাধ্যমই বলতে হবে। তবে সোমবার (১৬ অক্টাবের) একটু ভিন্ন রকম টুইটই করলেন এই কিংবদন্তি। যেখানে টুইটার কর্তিপক্ষের প্রতি থাকলো লিটল মাস্টারের অনুরোধ। ভারতের সাবেক অধিনায়ক শচীন লিখলেন, ‘আমি বিষয়টি আবারো পুনরাবৃত্তি করছি, আমার সন্তান অর্জুন এবং সারা টুইটারে নেই। টুইটার কর্তৃপক্ষকে অনুরোধ করছি যতো দ্রুত সম্ভব ওদের নামে নকল অ্যাকাউন্টগুলো সরিয়ে ফেলা হোক’।
একই প্রসঙ্গে তিন বছর আগেও একবার টুইট করেছিলেন শচীন। ২০১৪ সালের ১ ফেব্রুয়ারি করা সেই টুইটটিও নতুন টুইটে জুড়ে দিয়েছেন শচীন। সেবার টেন্ডুলকাল লিখেছিলেন, ‘অনুগ্রহ করে আমার সন্তান সারা এবং অর্জুনের নামে টুইটার অ্যাকাউন্টে বিশ্বাস করবেন না। ওরা টুইটারে নেই।’
সোমবার একই বিষয়ে পরপর দুটি টুইট করেন শচীন। দ্বিতীয় টুইটে শচীন লেখেন, ‘ছদ্মবেশ ক্ষতি করে, ভুল বোঝাবুঝির সৃষ্টি করে, আমাদের আঘাত করে। আমি এখানে আবেদন করছি দ্রুত এই সমস্যা সমাধান করা হোক।’ প্রথম টুইটটা টুইটার কর্তৃপক্ষকে হ্যাস ট্যাগ দিয়ে করেছেন শচীন। দ্বিতীয় টুইটটা কি তবে ছদ্মবেশীদের প্রতিই করলেন লিটল মাস্টার?-পরিবর্তন

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া