adv
১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি বললেন -নির্বাচনে অর্থ ও পেশীশক্তির ব্যবহার ঠেকাতে হবে

P P Pডেস্ক রিপাের্ট : নির্বাচনে অর্থ ও পেশীশক্তির ব্যবহার যেন না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি বলেন, ‘জনগণ যাতে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে, ভোটের অধিকার প্রয়োগ করতে পারেন সে দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।’ এ সময় তিনি যোগ্য প্রার্থী বাছাই করতে জনগণের প্রতি আহ্বান জানান।

মঙ্গলবার কিশোরগঞ্জের কটিয়াদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি সবাইকে একতা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘তৃণমূল পর্যায়ে গণতন্ত্রকে শক্তিশালী করতে যোগ্য প্রার্থী নির্বাচন করার ক্ষেত্রে সাধারণ মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।’

দীর্ঘ ৬০ বছরের রাজনৈতিক পটভূমির কথা উল্লেখ করে আবদুল হামিদ জানান, বর্তমান অবস্থানে পৌঁছতে তিনি অনেক সমস্যার মুখোমুখি হয়েছেন। তিনি বলেন, ‘আমি সাধারণ মানুষের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমি তাদের অভিবাদন জানাই।’

মুক্তিযুদ্ধের চেতনাকে সমর্থন ও স্বাধীনতাবিরোধী ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।

কটিয়াদী হাইস্কুলের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. সোহরাব উদ্দিন এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রাষ্ট্রপতিপুত্র প্রকৌশলী রেজওয়ান আহমদ তৌফিক এমপি, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, কটিয়াদী উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইনুদ্দিন, স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য গিয়াস উদ্দিন আহমেদ প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া