adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এখনই মুশফিক অধিনায়কত্ব হারাচ্ছেন না- আরও একটা সুযোগ দিতে পারে বিসিবি

MUSHFIQস্পাের্টস ডেস্ক : চারদিকে জোর গুঞ্জন, অধিনায়কত্ব হারাচ্ছেন মুশফিকুর রহিম। তাকে বাদ দিয়ে তামিম বা সাকিবকে করা হবে টেস্টের নতুন অধিনায়ক। চট্টগ্রাম টেস্টের পর দক্ষিণ আফ্রিকা সফরেও টিম ম্যানেজমেন্টের বিপক্ষে মিডিয়ার কাছে প্রচ্ছন্নভাবে দুই চারটি কথা বলে ফেলেন অভিমানী মুশি। ফলে বেকায়দায় তিনি। কোচ, বিসিবি প্রধানের দিক থেকে বিশেষ চাপে রয়েছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক। এসব কারণেই অধিনায়ক হিসেবে মুশফিকের শেষ দেখছেন অনেকে।

তবে ভিতরের খবর হলো, আরেকটি সুযোগ পেতে পারেন মুশি। ডিসেম্বরে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ। ওই সিরিজে অধিনায়ক হিসেবে মুশফিকের থাকার সম্ভাবনাই বেশি। বিসিবির অন্যতম একজন পরিচালক এ প্রতিবেদককে এমনটিই জানিয়েছেন। অবশ্য মুশফিক যদি নিজ থেকে অধিনায়কত্ব ছেড়ে দেন তবে তা ভিন্ন ব্যাপার।

বিসিবির ওই পরিচালক জানান, দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে আসার পর মুশফিকের সঙ্গে বিশদ কথা বললেন বিসিবি প্রধান। কথা বলবেন প্রধান কোচ চন্ডিকা হাথুরাসিংহের সঙ্গেও। সমস্যা কোথায় সেটা জেনেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

ড্রেসিংরেুমের কথা মিডিয়ার কাছে বলে ফেলায় বিসিবি বস নাজমুল হাসান পাপনও অখুশি মুশফিকের উপর। চট্টগ্রাম টেস্টে মুশফিককে চার নম্বরে ব্যাট করতে বলেছিলেন তিনি। কিন্তু পাপনের সেই কথা রখেননি মুশফিক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরপর দুইবার টস জিতে পরে ব্যাট করার ভুল সিদ্ধান্তে অন্য সবার মতো বিরক্ত বিসিবি প্রেসিডেন্টও। এ নিয়ে মিডিয়ার কাছে নিজের অসন্তুষ্টিও প্রকাশ করেছেন তিনি। এমন আত্মঘাতি সিদ্ধান্তটা কোচের, অধিনায়কের নাকি টিম ম্যানেজমেন্টের- এটা জানার জন্য নাকি মুখিয়ে আছেন পাপন।

মূলত কোচ চন্ডিকা হাথুরাসিংহের উপরই যতো অভিমান বা ক্ষোভ মুশফিকের। তাকে কিপিং করতে না দেওয়াই শুধু নয়, অধিনায়কত্বের কোনো স্বাধীনতাই দেওয়া হচ্ছে না। টস থেকে শুরু করে, কখনও কে বল করবেন, এমনকি ফিল্ড প্লেসিংও হয় কোচের পছন্দমত। অধিনায়ক এখানে শুধু নামকাওয়াস্তে।জানা গেছে, কোচের অতি মাতবরিতে মানসিক দিক দিয়ে খুবই খারাপ অবস্থায় আছেন মুশফিক।

তবে কোচের সঙ্গে খারাপ সম্পর্কেও মুশফিকের অধিনায়কত্ব বহাল থাকতো যদি বিসিবি বসের বিরাগভাজন না হতেন। পাপনের কথা না শুনে নিজের অবস্থানই নড়বড়ে করে ফেলেছেন মুশি।

তারপরেও মুশফিককে অধিনায়কত্ব থেকে সরানোর প্রশ্নে আরেকটু সময় নিতে চান বিসিবি প্রধান। সিদ্ধান্ত নিতে চান ঠাণ্ডা মাথায়, ভেবে চিন্তে। মুশফিকের সঙ্গে কথা বললেন। কথা বলবেন কোচের সঙ্গে। পরামর্শ নিবেন বোর্ডে পরিচালকদের। এরপরই সিদ্ধান্ত।

তবে যতদূর জানা গেছে, শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজে মুশফিককেই রেখে দিতে চায় বোর্ড। তবে মুশফিক নিতে সরে দাঁড়ালে সেটা ভিন্ন কথা। পরিস্থিতি যা তাতে নিজ থেকে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েও ফেলতে পারেন মুশফিক!

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া