adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তেজপাতা দিয়ে দাঁত ঝকঝকে সাদা করার কৌশল!

তেজপাতা দিয়ে দাঁত ঝকঝকে সাদা করার কৌশল!ডেস্ক রিপাের্ট : দামী টুথপেস্ট থেকে শুরু করে ডেন্টিস্টের কাছে দামী ট্রিটমেন্ট-দাঁতকে ঝকঝকে সুন্দর করার জন্য কত কিছুই না করেন আপনি। সবই কেবল হলদে হওয়া দাঁতগুলোকে সাদা করার জন্য।

না, আজ থেকে আর কিছুই করতে হবে না, সাধারণ তেজপাতা দিয়েই প্রাকৃতিক উপায়ে সুন্দর করে নিতে পারবেন আপনি আপনার দাঁতগুলো? কীভাবে? দাঁত সাদা করতে তেজপাতা দারুণ উপকারী, তবে এই তেজপাতাকে মেশাতে হবে কোন টক ফলের সাথে। যেমন ধরুন কমলা বা লেবুর খোসা।  

যা যা লাগবে
১. তেজপাতা ৪টি (কাঁচা বা শুকনো সব রকমেই হবে)
২. কমলা ও লেবুর খোসা (তেজপাতার সমপরিমাণ)
৩. মুখে দুর্গন্ধের সমস্যা বা মাড়িতে ব্যথা থাকলে লবঙ্গ ২/৩টি

প্রণালি:
-তেজপাতা বেটে নিন বা মিহি গুঁড়া করে নিন।  
-কমলা বা লেবুর খোসা শুকিয়ে লবঙ্গের সাথে মিশিয়ে গুঁড়া করে নিন।  
-সব উপকরণ সামান্য লবণ সহযোগে একত্রে মিশিয়ে নিন।  
-ফলের খোসা শুকিয়ে নেয়া জরুরি। কাঁচা অবস্থায় দাঁতের ক্ষতি করবে।

ব্যবহার বিধি:
এই গুঁড়াটি সামান্য পানির সাথে মিশিয়ে সপ্তাহে ৩ দিন দাঁত মাজুন। রোজ মাজার প্রয়োজন নেই, এতে দাঁতের ক্ষতি হতে পারে। দাঁতের হলদে ভাবের ওপর নির্ভর করে সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করাই যথেষ্ট।   

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া