adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েল মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি অব্যাহত রাখবে

ISRAILআন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গা মুসলমানদের ওপর ধর্ষণ ও গণহত্যাসহ নানা ধরনের বর্বরতা সত্ত্বেও মিয়ানমার সরকারের কাছে অস্ত্র এবং গোলাবারুদ বিক্রি বন্ধ করতে অস্বীকার করেছে ইসরায়েল। এ খবর দিয়েছে ইসরায়েলের ইংরেজি দৈনিক হারেৎজ।

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান রোহিঙ্গা নির্যাতনে দেশটির সরকারি বাহিনীকে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করছে ইসরায়েল। কিন্তু এসব কিছুই ইসরায়েলের মিয়ানমার নীতি পরিবর্তন করেনি। বার্মাকে অস্ত্র সরবরাহে এসব কিছুকে বাধা মনে করছেন না ইসরায়েল। এমন প্রেক্ষিতে সম্প্রতি ইসরায়েলের হাইকোর্টে মিয়ানমারের কাছে অব্যাহত অস্ত্র বিক্রির বিরোধিতা করে মানবাধিকার কর্মীরা আবেদন করেন। এতে তারা মিয়ানমার সরকারের কাছে ইসরায়েলি অস্ত্র ও গোলাবারুদ বিক্রি বন্ধ করার আদেশ দেয়ার আবেদন জানিয়েছেন। পিটিশন দায়েরের পর ইসরায়েলের এক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেন, পররাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে আদালতের হস্তক্ষেপ করা উচিত হবে না।

সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েল মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে অন্তত ১০০ ট্যাংক, টহল নৌযান ও হালকা অস্ত্র বিক্রি করেছে। এছাড়া, ‘তার আইডিয়াল কনসেপ্টস’ নামে আরেকটি কোম্পানি মিয়ানমারের বিশেষ বাহিনীকে রাখাইন রাজ্যে প্রশিক্ষণ দিয়েছে। গত আগস্ট মাসে এ কোম্পানির ওয়েবসাইটে প্রকাশ করা ছবিতে দেখা গেছে, কোম্পানির লোকজন মিয়ানমারের সেনাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে- কিভাবে ইসরায়েলি অস্ত্র ব্যবহার করতে হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে গ্রাফিক্স ব্যবহার করে অস্ত্র আমদানির সেই তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনটিতে ১৯৯০ থেকে ২০১৬ সাল পর্যন্ত মিয়ানমার কোন দেশের কাছ থেকে কত অস্ত্র কিনেছে, তার বিবরণ রয়েছে। এতে দেখানো হয়েছে মিয়ানমারের কাছে সবচেয়ে বেশি অস্ত্র ও আনুষঙ্গিক সরঞ্জাম বিক্রি করেছে চীন, রাশিয়া, ভারত, ইসরায়েল ও ইউক্রেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2017
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া