adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাবি ভিসি বললেন -সমন্বিত ভর্তি পরীক্ষার কথা আপাতত ভাবছি না

V Cনিজস্ব প্রতিবেদক : সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা নিয়ে আপাতত কোনো কিছু ভাবছেন না বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালযের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

২২ সেপ্টেম্বর শুক্রবার ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত খ-ইউনিটে দুই হাজার ৩৬৩টি আসনের জন্য মোট ৩২ হাজর ৭৪৯ জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের ৭০টি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

ঢাবি উপাচার্য বলেন, ‘ভিন্ন ক্ষেত্রে বিশেষায়িত পরীক্ষা হয়। সেটি নিয়ে হয়ত আলোচনার সূত্রপাত ঘটবে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যে ঐতিহ্যিক অবস্থান আছে সেটি এতই বিশ্বস্ত, সুপ্রসিদ্ধ ও সুসংগঠিত আপাতত আমরা কোনোভাবেই এখান থেকে হঠাৎ করে সুইচ করে অন্য কোনো ঝুঁকির মধ্যে পড়ার কথা ভাবছি না।’

ভিসি বলেন, ‘সারাদেশব্যাপী ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পদ্ধতির একটা গ্রহণযোগ্যতা রয়েছে। যদি কোনো পদ্ধতির পরিবর্তন করতে হয় সেটি গভীরভাবে পর্যালোচনা করে অগ্রসর হতে হবে। হঠাৎ করে কোনো কিছু করলে এর মধ্যে ঝুঁকি থাকবে।’

আখতারুজ্জামান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার এই মর্যাদার জায়গাটা এখনো পর্যন্ত আমরা সমুন্নত রাখছি। তবে বৃহত্তর স্বার্থে এমন একটি সময় হয়তো আসবে যখন আমাদের সমন্বিত ভর্তি পরীক্ষার দিকে এগোতে হবে। কিন্তু তার পূর্বে ভাবতে কোনো ফাঁকফোকর যাতে না থাকে। কেননা এই বিষয়টি যদি প্রশ্নবিদ্ধ হয় সমগ্র জাতির ভাবমূর্তির ক্ষুণ্ন হবে।’
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2017
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া