adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাবি’র ‘গ’ ইউনিটে পাস ৩৮১৩

a25ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ‘গ’ ইউনিটের বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে তিন হাজার ৮১৩ পাস করেছেন।
 
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এই ফলাফল প্রকাশ করেন। এসময় ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশিদ ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরিচালক মো. আশরাফ আলী খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
গত ১৫ নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৩১টি কেন্দ্রে এই পরীক্ষা হয়।
 
দিকে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির সঙ্গে ঢাকা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ঢাকা কলেজ কেন্দ্রকে বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আর ঢাকা কলেজ কেন্দ্রে হবে না।
 
গত ১ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই ঢাকা কলেজ কেন্দ্রে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। সর্বশেষ গত ১৫ নভেম্বর ‘গ’ ইউনিটের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করে একটি চক্র। পরীক্ষা শুরুর ১০মিনিটের মধ্যে কর্তব্যরত শিক্ষকের মাধ্যমে প্রশ্নপত্র কলেজের সাউথ হলের ১০৫ নম্বর সমাধান করা হয়। এর মাধ্যমে একটি জালিয়াতি চক্র কোটি কোটি টাকা হাতিয়ে নেয়।
 
এর আগে ৮ নভেম্বর ‘খ’ ইউনিটের পরীক্ষায়ও এই কেন্দ্র থেকে একই পদ্ধতিতে প্রশ্নপত্র ফাঁস করা হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া