adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাধ্বী প্রাচীর বিষোদগার করলেন রোহিঙ্গাদের নিয়ে

S S Sআন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গা মুসলিমদেরকে জঙ্গি গোষ্ঠী আইএসের চেয়েও ভয়ঙ্কর হিসেবে আখ্যায়িত করেছেন ভারতের বহুল আলোচিত ও বিতর্কিত নেত্রী সাধ্বী প্রাচী। তিনি এখানেই থেমে যান নি। পাশাপাশি তিনি রোহিঙ্গা মুসলিমদেরকে তাদের দেশে ফেরত পাঠাতে পদক্ষেপ নিতে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এ খবর দিয়েছে ভারতের অনলাইন ডেকান হেরাল্ড। এতে বলা হয়, এ বিষয়ে তিনি অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নিতে বলেছেন। তিনি বুধবার রাতে মুজাফফরনগরে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে আলোচনা করছিলেন। এ সময় সাধ্বী বলেন, রোহিঙ্গা মুসলিমরা আইএসের চেয়েও ভয়ঙ্কর। তারা আমাদের নিরাপত্তার জন্যও ভয়াবহ বিপদের কারণ। ভারতে ৪০ হাজার রোহিঙ্গা মুসলিমের বিষয়টিকে তিনি অনুপ্রবেশ হিসেবে আখ্যায়িত করেন। এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। সাধ্বী বলেন, তাদের মধ্যে প্রায় ১৫ হাজার এরই মধ্যে কাশ্মিরে পৌঁছে গেছে। বহুল বিতর্কিত মন্তব্য করার জন্য সুপরিচিত সাধ্বী প্রাচী। তিনি বলেন, এসব অনুপ্রবেশের প্রধান লক্ষ্য হরো ভারতে সন্ত্রাস ছড়িয়ে দেয়া। তার ভাষায়, ভারত এসব মানুষের জন্য ধর্মশালা হতে পারে না। তাদেরকে অবিলম্বে মিয়ানমারে ফেরত পাঠিয়ে দিতে হবে। কেন রোহিঙ্গাদেরকে মুসলিমদের অন্য বড় বড় দেশ গ্রহণ করে না! কেউ তাদেরকে আশ্রয় দিতে প্রস্তুত নয়। এ সময় তিনি মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে বিষোদগার করেন। বলেন, মিয়ানমারের নিরপরাধ বৌদ্ধদের হত্যা করছে রোহিঙ্গা মুসলিমরা। রোহিঙ্গা মুসলিমরা এসব বৌদ্ধকে টার্গেট করছে। তিনি এ পরিস্থিতিকে অত্যন্ত ভয়াবহ বলে আখ্যায়িত করে কেন্দ্রীয় সরকারকে মনোযোগ দেয়ার আহবান জানান। উল্লেখ্য, জাতিসংঘ, মানবাধিকার বিষয়ক সংগঠনগুলো, বিশে^র বিভিন্ন দেশ রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে অকথ্য নির্যাতন, হত্যাকা-, গণধর্ষণ চালানোর রিপোর্ট প্রামাণ্য আকারে উপস্থাপন করার পরও ভারত মিয়ানমারকেই সমর্থন দিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিয়ানমার সফরে গিয়ে অং সান সুচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। রাখাইনে টেররদের বিরুদ্ধে সরকারের অভিযান সমর্থন করেন। আর এখন সে দেশেরই একজন বিতর্কিত নেত্রী সাধ্বী প্রাচী এমন অবস্থান নেবেন, কথা বলবেন এতে বিস্মিত হওয়ার কিছু নেই। ভারতে আশ্রয় নেয়া প্রায় ৪০ হাজার রোহিঙ্গাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর বিরুদ্ধে রোহিঙ্গাদের পক্ষে আদালতে পিটিশন করা হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট বল ঠেলে দিয়েছে সরকারের কোটে। তারা বলে দিয়েছে, এ বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। অর্থাৎ দৃশ্যত এসব রোহিঙ্গার শেষ রক্ষা হচ্ছে না ভারতে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2017
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া