adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চিত্রনায়ক সালমান শাহ’র ২১তম মৃত্যুবার্ষিকী আজ

SALMANবিনােদন ডেস্ক : জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর ২১তম মৃত্যুবার্ষিকী আজ। তার মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করে সারা দেশে বিক্ষোভ মিছিল করবে সালমান শাহর ভক্তদের সংগঠন ‘সালমান শাহ ঐক্যজোট’।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ১১/বি, নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার বাসার নিজ কক্ষে সালমান শাহকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এরপর সালমানের স্ত্রী সামিরা হক, চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মাদ ভাইসহ ১১ জনকে সালমান শাহর মৃত্যুর জন্য দায়ী করে হত্যা মামলা করে সালমানের পরিবার। অন্য অভিযুক্ত ব্যক্তিরা হলেন সামিরার মা লতিফা হক লুসি, রিজভী আহমেদ ওরফে ফরহাদ, সহকারী নৃত্যপরিচালক নজরুল শেখ, ডেভিড, আশরাফুল হক ডন, রাবেয়া সুলতানা রুবি, মোস্তাক ওয়াইজ, আবুল হোসেন খান ও গৃহকর্মী মনোয়ারা বেগম। তার মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো দেশ। যদিও তার মৃত্যুর রহস্যের জট আজও খোলেনি।

উল্লেখ্য, ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিতে মৌসুমির সঙ্গে প্রথম অভিনয় জগতে পা দেন সালমান শাহ। তাদের প্রথম ছবিই এদেশের দর্শকদের হৃদয়গ্রাহি করে তোলে। সালমান শাহ মোট ২৭ টি ছবিতে অভিনয় করেন। সবচেয়ে বেশি ছবিতে অভিনয় করেছেন নায়িকা শাবনূরের সঙ্গে জুটি বেধে (মোট ১৪ বার)।

বৃশ্চিক রাশির জাতক সালমান শাহ্‌ ১৯৭১ সালে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। পরিবারের বড় ছেলে সালমান শাহের পারিবারিক নাম শাহরিয়ার চৌধুরী ইমন। কিন্তু চলচ্চিত্রে এসে তিনি ‘সালমান শাহ’ বলেই পরিচিত ছিলেন। ১৯৯২ সালের ১২ আগস্ট তিনি বিয়ে করেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2017
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া