adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ সফরটা কাল হয়ে দাঁড়াল অস্ট্রেলিয়ার

AUSTRALIAক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ দলকে খুব একটা আমলে নেয়নি অস্ট্রেলিয়া। টেস্ট খেলে বাংলাদেশ, এ আর কী। ব্যাটের আঘাতে আঘাতে উড়ে যাবে টাইগাররা। এমন ভাব নিয়েই টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসে স্টিভেন স্মিথ।ভাব ছুটিয়ে দিলাে বাংলাদেশের ওরা ১১ জন।এখন র্যাংিকং  ধরে রাখা দায় শক্তিধর এই দলটির। টাইগারদের কাছে মিরপুর টেস্টে হেরে গত ২৯ বছরের মধ্যে র‍্যাংকিংয়ে সবচেয়ে খারাপ অবস্থায় পড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া।
বাংলাদেশের সঙ্গে প্রথম টেস্টে হারার পর আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে দেখাচ্ছে চারে অস্ট্রেলিয়া। এটা আসলে পাঁচ! প্রথা অনুযায়ী চলতি সিরিজ শেষেই এক ধাপ নিচে নেমে যাবে অস্ট্রেলিয়া। কিন্তু অজিরা যদি চট্টগ্রাম টেস্টেও হেরে যায়? তাহলে, গত ২৯ বছরের মধ্যে র‍্যাংকিংয়ে সবচেয়ে নিচে নামবে এই দলটি। 
১৯৮৮ সালের জুলাইয়ে অস্ট্রেলিয়া নেমে গিয়েছিল টেস্ট র‍্যাঙ্কিংয়ের ছয়ে। এর আগের পাঁচ বছরে ৪৩ টেস্টের মাত্র আটটিতে জিতেছিল অস্ট্রেলিয়া। এ সময় ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ হারের পাশাপাশি সেই একই দলগুলোর বিপক্ষে তারা হেরেছে ঘরের মাঠেও। চট্টগ্রাম টেস্টে হারলে ২৯ বছর আগের সেই পরিণতি ফিরে আসবে স্মিথদের। হারলে তারা নেমে যাবে র‍্যাঙ্কিংয়ের ছয়ে।
জিতলে যে উন্নতি ঘটবে, তা নয়। চট্টগ্রাম টেস্টে অস্ট্রেলিয়া জিতুক কিংবা ড্র করুক, র‍্যাঙ্কিংয়ে পঞ্চম স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হবে তাদের।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2017
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া