adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হারিকেন ‘হার্ভে’ টেক্সাসে আঘাত হেনেছে

TEXASআন্তর্জাতিক ডেস্ক : গত এক যুগের মধ্যে শক্তিশালী হারিকেন 'হার্ভে' আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের ট্রেক্সাস উপকূলে। এই হারিকেনে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৩০ মাইল পর্যন্ত।
 
টেক্সাস অঙ্গরাজ্যের গভর্নরের বরাত দিয়ে শনিবার সকালে বিবিসি এ খবর জানায়। ২০০৪ সালের পর ক্যাটাগরি-৪ পর্যায়ের এটি ভয়াবহ হারিকেন।
 
জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাতে টেক্সাসের পোর্ট আরানাস এবং পোর্ট ও' কননর এর মধ্যবর্তী স্থানে হারিকেন হার্ভে আঘাত হেনেছে।
 
টেক্সাসে আঘাত হেনেছে হারিকেন 'হার্ভে'
 এই হারিকেনে হাউসটনের চারপাশ প্লাবিত হয়ে মানুষের প্রাণহানি হতে পারে বলে আশঙ্কা কথা জানিয়েছে জাতীয় হারিকেন সেন্টার। 
 
টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবোট বিভিন্ন এলাকায় রেকর্ড মাত্রা বন্যায় প্লাবিত হওয়ার আশঙ্কায় সতকর্তা জারি করেছেন।
 
এ ঘটনায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট বার্তায় বলেন, হারিকেন হার্ভের বিষয়ে আমি প্রত্যেককে স্থানীয় প্রশাসন ও অঙ্গরাজ্যের কর্মকর্তাদের উপদেশ এবং নির্দেশ শোনার জন্য উৎসাহিত করছি।
 তার সরকার হারিকেন হার্ভে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে বলেও জানান ট্রাম্প।
এদিকে, 'হার্ভে'র উপদ্রুত এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এর অাঘাতে এরই মধ্যে বেশকিছু কিছু গাছপালা উপড়ে পড়েছে, বেশ কিছু বাড়ি-ঘরও ধসে পড়েছে। হাইওয়েতে দেখা দিয়েছে যানজট। বিভিন্ন স্থান রয়েছে বিদ্যুৎবিচ্ছিন্ন। এতে স্থানীয় অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া