adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমাকে মিসকোট করবেন না: সাংবাদিকদের প্রধান বিচারপতি

JUSTICনিজস্ব প্রতিবেদক : পাকিস্তানের উদাহরণ উল্লেখের পর তুমুল বিতর্কের মধ্যে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার বক্তব্য ভুলভাবে উপস্থাপনের অভিযোগ করেছেন। তিনি বলেছেন, আদালতে তিনি যা বলেন তার কিছু বিকৃতভাবে আসে গণমাধ্যমে।

২৪ আগস্ট বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধান বিচারপতি। আইনজীবী শান্তি পদ ঘোষ প্রণীত `judicial interpretation’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধান বিচারপতি।

তবে কোন বক্তব্য কবে এবং কীভাবে ভুলভাবে এসেছে, সেটা বলেননি প্রধান বিচারপতি।

সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, ‘আপনাদের কাছে আমার একটা আবেদন, আমি প্রকৃতপক্ষে কোনো ইয়ো করি না। আপনারা আমাকে অনেক ইয়ো করছেন। কিন্তু একটু মিসকোট করবেন না। আমাকে নিয়ে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়।’

‘আমি কোর্ট যা বলি তার কিছু ডিস্টোর্টেড (বিকৃত) ইয়ো করা হয়। এতে গিয়ে আমি… বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এটা যাতে আমাকে না পড়তে হয়।’

গত ২০ আগস্ট নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি গেজেট প্রকাশের শুনানিতে প্রধান বিচারপতি অন্য অনেক কথার সঙ্গে সম্প্রতি পাকিস্তান সুপ্রিম কোর্টের একটি রায়ের প্রসঙ্গ আনেন। বলেন, ‘পাকিস্তানের সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রীকে ইয়ে (অযোগ্য) করল। সেখানে কিছুই (আলোচনা-সমালোচনা) হয়নি। আমাদের আরও পরিপক্কতা দরকার।’

প্রধান বিচারপতির এই বক্তব্য গণমাধ্যমে আসার পর তীব্র সমালোচনা শুরু হয়। খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কড়া ভাষায় সমালোচনা করেছেন প্রধান বিচারপতির। যে পাকিস্তানকে যুদ্ধে পরাজিত করে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের তুলনার চেষ্টা করা হচ্ছে জানিয়ে জনগণের কাছে বিচারও চান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘পাকিস্তানের সাথে তুলনা করা… সব সহ্য করা যায়, কিন্তু পাকিস্তানের সঙ্গে তুলনা সহ্য করব না।’

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর প্রধান বিচারপতির এই বক্তব্যের নিন্দা জানিয়ে রাজপথে নানা কর্মসূচি পালন করছেন সরকারপন্থীরা।

এসব সমালোচনার প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, ‘আমাকে প্রেস কনফারেন্স করে কোনো কিছু বলা… এটা সম্ভব না। এটা বিচারক হিসেবে কোনো কোনো মামলার শুনানির সময় আইনজীবীকে একটা প্রশ্ন করতে পারি। এটা আমার স্বাধীনতা। প্রশ্নটা কী কারণে কোন উদ্দেশ্যে, সেটা না বুঝে এটা করাটা… এটা অনেক সময় ভূলভ্রান্তি হতে পার। এটা একটু খেয়াল করবেন।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া