adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় ঢাকা দক্ষিণের হটলাইন

CITYনিজস্ব প্রতিবেদক : কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সংযোজন হিসেবে এবার একটি হটলাইন চালুর ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। ০৯৬১১০০০৯৯৯- এই নম্বরে ফোন করলেই করপোরেশনের সেবা নাগরিকের দোড়গোড়ায় পৌঁছে যাবে এবং দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
আসন্ন কোরবানীর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বৃহস্পতিবার ওয়ার্ড কাউন্সিলর, ইমাম এবং বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভায় এই কথা জানান মেয়র।

যেখানে সেখানে না করে নির্ধারিত স্থানে কোরবানি করা, বৃষ্টি হলে তা থামা পর্যন্ত অপেক্ষা করাসহ বেশ কিছু অনুরোধ করেন মেয়র। কোরবানির বর্জ্য রাখার জন্য আজ থেকে প্রায় দেড় লাখ ব্যাগ বিতরণ শুরু করার কথাও জানান মেয়র। আর পরিচ্ছন্নতার বিষয়টিতে গুরুত্ব দিতে প্রতি জুমার খুতবায় এ বিষয়ে বক্তব্য রাখতে ইমামদের প্রতি অনুরোধ করেন তিনি।

‘যেখানে সেখানে কোরবানি নয়’

বাড়ির সামনে বা আঙ্গিনায় কোরবানি না দিয়ে সিটি করপোরেশনের নির্ধারিত স্থানে কোরবানি করতেও অনুরোধ করেন মেয়র। জানান আগের দুই বছরের ধারাবাহিকতায় এবারও তারা এই স্থান নির্ধারণ করেছেন।
এবার ঢাকা দক্ষিণে কোরবানির জন্য জায়গা নির্দিষ্ট করা হয়েছে ৬২৫টি। সেখানে ইমাম এবং কসাই প্রস্তুত থাকবেন। ওয়ার্ড ভিত্তিক কাউন্সিলরদের নেতৃত্বে পরিচালনা কমিটি এসব তদারকি করবে। মেয়র বলেন, ‘নগরবাসীকে অনুরোধ করব কোরবানির পশু আমাদের সিটি করপোরেশনের নির্দিষ্ট স্থানে করবেন, আর যারা নিজের বাড়িতে করতে চান তার যেন কোরবানির বর্জ্যগুলি আমাদের সরবরাহ করা ব্যাগে প্যাকেট করে আমাদের গাড়িতে ফেলবেন।’

‘রক্ত বন্যা হতে দেবেন না’

গত বছরের মতো তুমুল বৃষ্টিতে কোরবানি না দিতে নগরবাসীকে অনুরোধ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, বৃষ্টির মধ্যে কোরবানি দিলে পানিতে রক্ত মিশে গিয়ে সারা শহরে ছড়িয়ে যেতে পারে।
২০১৬ সালের কোরবানির ঈদের দিন দুপুর পর্যন্ত ব্যাপক বৃষ্টি হচ্ছিল। আর কোরবানির পশুর রক্ত বৃষ্টিতে মিলে গিয়ে রাজধানীর একটি বড় অংশে ছড়িয়ে যায়। সে সময় একে ‘রক্ত বন্যা’, ‘রক্ত নদী’ হিসেবে উল্লেখ করে বিভিন্ন দেশি-বিদেশি গণমাধ্যম সংবাদ প্রকাশ করে।
মেয়র খোকন বলেন, ‘আমাদের সামান্য একটা ভুলের জন্য দেশের অনেক বড় ক্ষতি হতে পারে। গত বছর নামাজের সময় ভারী বর্ষণে হাঁটু পানি জমে যায় নগরীতে, সই সড়কেই আমরা অনেকে কোরবানি করলাম। ফলশ্রুতিতে পানিতে রক্ত মিশে রক্ত বন্যায় পরিণত হলো। আর সেই ছবি সোসাল মিডিয়াসহ কিছু গণমাধ্যমে ছড়িয়ে পরে। এই সামান্য ঘটনায় দশের বিরাট নেতিবাচক প্রভাব সৃষ্টি করে সেটা কি আমরা পুরণ করতে পারব?’।

ইসলামের বিধান অনুযায়ী ঈদের দিন থেকে শুরু করে পরের দুই দিনও কোরবানি করা বৈধ। এই বিষয়টির প্রতি ইঙ্গিত করে মেয়র খোকন বলেন, ‘যদি সেই রকম বৃষ্টি এবারও হয় তবে, সড়ক থেকে পানি নেমে গেলে, তারপর কোরবানি করলে এই সমস্যা আর হবে না। নগরবাসী একটু সচেতন হলেই আমরা অনাকাঙ্খিত পরিস্থিতি থেকে মুক্তি পাব।’

বিশিষ্ট ব্যক্তিরা যা বললেন-

মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন নগর পরিকল্পনাবিদ স্থপতি মোবাশ্বের হোসেনও। তিনি বলেন, ‘কোরবানি এবং পরিচ্ছন্নতা ঈমানের অবিচ্ছেদ্য অঙ্গ। যেখানে সেখানে কোরবানি করে অন্যদের সমস্যা সৃষ্টি করা, সেটা ইসলাম পছন্দ করে না।’
এই নগর পরিকল্পনাবিদ বলেন, ‘বাড়ির পার্কিংয়ে কোরবানি করে একটি ব্যাগে করে বর্জ্যগুলো সিটি করপোরেশনের গাড়িতে হস্তান্তর করলে তেমন সমস্যা হবে না।’
এবারে প্রায় ২৫ হাজার টন কোরবানির বর্জ্য হবে জানিয়ে তিনি বলেন, ‘এটাসিটি করপোরেশনের জন্য বিরাট চ্যালেঞ্জ। তবে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এটা করা সম্ভব।’
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সহসভাপতি সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘এবারে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সটি করপোরেশন যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসার যোগ্য। গতবারও সিটি করপোরেশন বর্জ্য ব্যবস্থাপনা অত্যান্ত ভালো ছিল, এবারও ভালোভাবে তারা এ কাজ সম্পাদন করতে পারবে বলে আশা করি।’
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিল্লাল, ডিএসসিসির প্রধান বর্জ্য  কর্মকর্তা শফিকুল আলম,   প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শেখ সালাহ উদ্দিনপ্রমুখ বক্তব্য রাখেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া