adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রপ্তানিতে ১০ শতাংশ সহায়তা পাচ্ছে তথ্যপ্রযুক্তি খাত

B Bডেস্ক রিপাের্ট : চলতি অর্থ বছরে তথ্যপ্রযুক্তি রপ্তানিতে ১০ শতাংশ নগদ সহায়তা বা ভর্তুকি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে কবে এবং কিভাবে এই সহায়তা মিলবে সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেননি খাত সংশ্লিষ্টরা। তারা আশা প্রকাশ করছেন আগামী সপ্তাহের মধ্যে এ উদ্যোগ বাস্তবায়নের বিস্তারিত তাদের জানানো হবে। 

এদিকে, বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. আব্দুল মান্নান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দেশের রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত করতে সরকার ২০১৭-১৮ অর্থ-বছরে এই ভর্তুকি বা নগদ সহায়তা দেয়ার সিদ্ধান্ত নেয়ার কথা জানানো হয়েছে। বাংলাদেশ হতে সফটওয়্যার, আইটিইএস (ইনফরমেশন টেকনোলজি এনাবল সার্ভিসেস) এবং হার্ডওয়্যার রপ্তানির বিপরীতে এই সহায়তা পাওয়া যাবে বলে এতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য) এর সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন বলেন, ‘রপ্তানি পর্যায়ে এই নগদ সহায়তা তথ্যপ্রযুক্তির অন্যতম খাতটির বৈপ্লবিক পরিবর্তন আনবে। অবশ্য ইতোমধ্যেই অর্থ-বছরের এক মাস শেষ হয়ে গেছে। এখনও এই সহায়তা প্রদান পদ্ধতি বিষয়ে আমাদের জানা নেই। কবে থেকে এটি কার্যকর হবে তাও জানি না।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইটিইএস সেবার মধ্যে বিপিও, ডেটা এন্ট্রি, ডেটা প্রসেসিং ও কল সেন্টারও অন্তর্ভূক্ত রয়েছে। দেশে বসে আমরা বিদেশি যেসব কোম্পানিকে সহায়তা করি তারা ব্যাংকের মাধ্যমে আমাদের অর্থ প্রদান করে। এই হিসাব বাংলাদেশ ব্যাংকে থাকে। ফলে এই হিসাব ধরেই এই সহায়তা দেয়া সম্ভব হবে।’

তথ্যপ্রযুক্তি রপ্তানিতে নগদ সহায়তাকে দেশের তথপ্রযুক্তি খাতের উন্নয়নে আরেক মাইলফলক উল্লেখ করে বেসিস সভাপতি তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার বলেন, ‘১৯৯৮-৯৯ সালে কম্পিউটার পণ্যের ওপর হতে আমদানি শুল্ক প্রত্যাহার দেশে তথ্যপ্রযুক্তির বিকাশের জন্য একটি মাইলফলক ছিল। এবার রপ্তানি খাতে এই নগদ সহায়তা আরেকটি মাইলফলক হবে। এতে তথ্যপ্রযুক্তি পণ্য উৎপাদকের দেশ হিসেবে প্রতিষ্ঠায় বিপ্লব হবে।’

কিভাবে এই সহায়তা দেয়া হবে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এজন্য বাংলাদেশ ব্যাংকের নীতিমালা আছে। তারা আরও ২০টি খাতে এলসি’র বিপরীতে এই সহায়তা দিয়ে থাকে। তবে যেহেতু তথ্যপ্রযুক্তি রপ্তানি ইস্যুটি একটু ভিন্ন সেজন্য বেসিস, আইসিটি বিভাগ ও বাংলাদেশ একসঙ্গে বসে একটি নীতিমালা তৈরি করা হবে। ইতোমধ্যেই আমরা নীতিমালার একটি খসড়া করেছি। এতে ব্যক্তি উদ্যোগে যারা আউটসোর্সিং করেন তারও যেন বাদ না পড়েন সে বিষয়টি নিশ্চিত করা হবে। আবার ফটকা কারবারীদেরকেও প্রতিহত করার ব্যবস্থা নেয়া হচ্ছে।’

উদ্যোগটি যেদিন থেকেই কার্যকর করা হোক না কেন, অর্থ-বছরের শুরুর দিন থেকেই সহায়তা দাবি করা যাবে এবং আগামী অর্থ-বছরেও এই সুবিধা বলবৎ রাখা হবে বলেও জানান এই তথ্যপ্রযুক্তিবিদ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া