adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মিরপুর স্টেডিয়ামে সেনা মহড়া দেখল অস্ট্রেলিয়ার অগ্রবর্তী দল

A-1ক্রীড়া প্রতিবেদক : অস্ট্রেলিয়ার আসন্ন বাংলাদেশ সফরে নিরাপত্তা নিয়ে কোনো ঘাটতি রাখতে চাইছে না বাংলাদেশ। শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বৃহস্পতিবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে এক সেনা মহড়া অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেন সেনাবাহিনীর সদস্যরা।
 দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শুক্রবার বাংলাদেশে আসবে স্টিভেন স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। তার আগেই দুই সদস্যের অগ্রবর্তী নিরাপত্তা দল পাঠিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সিএ'র নিরাপত্তা পরামর্শক শন ক্যারলও রয়েছেন সেই দলে।
বৃহস্পতিবার কুইক রেস্কিউ ফোর্স কমান্ডার মেজর রোকুনুজ্জামানের নেতৃত্বে নিরাপত্তা নিয়ে সেনাবাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়। মহড়াটি দুপুর ১২ টা ৫ মিনিটে শুরু হয়ে তিন মিনিটের মতো স্থায়ী ছিল। অস্ট্রেলিয়ার অগ্রবর্তী দল মিরপুরের মাঠ পর্যবেক্ষণের পাশাপাশি এই মহড়াও দেখেন।
 
A-2ময়দানি লড়াইয়ের আগে বাংলাদেশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। সেই ম্যাচটি মোহাম্মদপুরের ইউল্যাব মাঠে কিংবা ফতুল্লায় অনুষ্ঠিত হবে। বুধবার ইউল্যাব মাঠ পর্যবেক্ষণ করে অস্ট্রেলিয়ার অগ্রবর্তী দল সন্তুষ্টি প্রকাশ করে। বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম পর্যবেক্ষণে যাওয়ার কথা তাদের। এরপরই প্রস্তুতি ম্যাচের ভেন্যু নির্ধারণ করবেন অস্ট্রেলিয়ার অগ্রবর্তী দলের সদস্যরা।
প্রসঙ্গত, আগামী ২৭ আগস্ট মিরপুরে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে। এরপর ৪ আগস্ট শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া