adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তসলিমার লেখা ‘পর্ন’ প্রকাশ: ‘বাংলাদেশ প্রতিদিন’কে আইনি নোটিশ

TASLIMAডেস্ক রিপাের্ট : ‘পর্ন’ শিরোনামে তসলিমা নাসরিনের একটি নিবন্ধন প্রকাশ করায় দৈনিক “বাংলাদেশ প্রতিদিন”কে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

“বাংলাদেশ প্রতিদিনের” সম্পাদক নঈম নিজাম ও প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী বরাবর ডাক ও রেজিস্ট্রিযোগে এ নোটিশ পাঠানো হয়।

বুধবার (১৬ আগস্ট) বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দাবিদার হাফেজ মাওলানা আব্দুল জলিলের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট  আব্দুল হালিম এ নোটিশ পাঠান।

সাত দিনের মধ্যে উক্ত নোটিশের উপযুক্ত জবাব না দিলে প্রচলিত আইনে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে বলা হয়, গত ২০ জুলাই “বাংলাদেশ প্রতিদিন” এর ৪নং পৃষ্ঠায় খোলা কলামে নির্বাসিত ও বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন এর ‘পর্ন’ শিরোনামে একটি প্রবন্ধ প্রকাশ করা হয়। যাতে সমাজে অশ্লীলতা বিস্তারে উৎসাহিত করা হয়েছে। যার প্রকাশের আইনগত ও নৈতিক অধিকার আপনার নাই।

নোটিশে আরও উল্লেখ করা হয়, ওই প্রবন্ধে লিখা ‘শরীর নিয়ে লজ্জা দূর করত হবে………..নারীর আর সব স্বাধীনতার মতো যৌন স্বাধীনতাও অত্যন্ত প্রয়োজন’ ইত্যাদি বক্তব্যসমূহ চরম আপত্তিকর, ধর্মীয় অনুভূতিতে আঘাতদানকারী, সমাজে ফেৎনা সৃষ্টিকারী এবং বিশেষভাবে মেয়েদের অশ্লীল প্ররোচনা প্রদানকারী বটে। যেহেতু তসলিমা নাসরিন একজন বিতর্কিত লেখিকা এবং ইতোমধ্যে লেখিকার অশ্লীল-অশালীন বক্তব্য-প্রবন্ধ প্রচার ও প্রকাশ করিয়া আপনিও অশ্লীলতা প্রচার প্রসারের জন্য সমভাবে দায়ী, যাহা দেশের প্রচলিত আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

নোটিশে বলা হয়, যেহেতু সংবিধানিকভাবে বাংলাদেশ মুসলিম প্রধান দেশ সেই হিসেবে উক্ত বিতর্কিত লেখিকার লেখনি ও চিত্রাংকন প্রকাশ ও প্রচার করিয়া আপনার দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত করা হয়েছে। এটাও প্রচারিত আইনে দণ্ডনীয় অপরাধ। 

নোটিশের বিষয়ে আইনজীবী আব্দুল হালিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি দিতে চাইনি। ওনারা (আওয়ামী ওলামা লীগ) আমার কাছ থেকে জোর করে স্বাক্ষর করিয়ে নিয়েছেন। নোটিশে কি আছে সে বিষয়ে আমি কিছু বলতে পারবো না।’

এদিকে নোটিশ প্রেরণকারী মাওলানা আব্দুল জলিলের কাছে জানতে চাইলে তিনি নোটিশ পাঠানোর কথা স্বীকার করে বলেন, ‘তসলিমা নাসরিনের মত একজন বির্তকৃত লেখিকার লেখা ছাপিয়ে বাংলাদেশের মহিলাদেরকে বেহায়াপনার দিকে ঠেলে দেয়া হচ্ছে। এজন্য বাংলাদেশ প্রতিদিনের বিরুদ্ধে আমরা আইনি নোটিশ পাঠিয়েছি।’

‘এক ধরনের চাপ প্রয়োগ করে আইনজীবীর স্বাক্ষর নিয়ে এ নোটিশ পাঠানো হয়েছে’- আইনজীবী আব্দুল হালিমের এমন বক্তব্যের জবাবে আব্দুল জলিল বলেন, ‘কোনও আইনজীবীকে কি জোর করে নোটিশ পাঠানো যায়। ওনি (আইনজীবী) বুঝেশুনেই নোটিশ পাঠিয়েছেন। আমরা কোনও চাপ প্রয়োগ করিনি।’

‘পর্ন’ শিরোনামে বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত লেখাটিতে বলা হয়েছে, এখন হাতের মুঠোয় পৃথিবী। হাতের মুঠোয় পর্ন। এক সময় পর্ন দেখতে হলে কাকপক্ষী যেন না দেখে, এমন করে লুকিয়ে রাস্তায় বিক্রির জন্য রাখা পিন-আপ কোনও ম্যাগাজিন দ্রুত খুলে দ্রুত বন্ধ করে ফেলতে হতো। আর সেসব ম্যাগাজিন কিনলে কাগজে ভালো করে মুড়িয়ে বাড়ি ঢুকতে হতো, রাতের অন্ধকারে বাড়ির সবাই ঘুমিয়ে গেলে পড়তে হতো, পড়ে দিনের আলো ফোটার আগেই চালান করে দিতে হতো বড় তোশকের তলায়।

এর পর ভিডিওর যুগ এলো। চাদরে মুখ মাথা ঢেকে রাতের অন্ধকারে পা টিপে টিপে কোনও গলি ঘুপচির ভেতর সেঁধিয়ে স্যাঁতসেঁতে কোনও ঘরে ঢুকে বিস্তর টাকা পয়সা ঢেলে ‘নীল ছবি’ দেখতে হতো। সেই দিন আর নেই। যখন ইচ্ছে তখন পর্ন দেখার যুগ এখন। পর্ন এখন হাতের কাছে তো বটেই, মাত্র এক ক্লিক দূরত্বে।

ওই নিবন্ধে আরও লিখা ছিল, যে ‘নীল ছবি’গুলোয় নারীকে যৌনদাসী হতে হয়, পুরুষ যেমন ইচ্ছে তেমন করে ভোগ করে নারীকে, নারীকে যন্ত্রণা দিতে দিতে ভোগ করে, আর নারীকে মিথ্যে করে বলতে হয় যে সে আরও যন্ত্রণা চায়, চায় কারণ তার খুব ভালো লাগছে এসব যন্ত্রণা, যে নীল ছবিগুলোয় অরগাজম শুধু পুরুষের জন্য, নারীর জন্য নয়— সেগুলোকে আমি পর্ন বলি। আর যেগুলোয় নারী-পুরুষের প্রেমময় যৌনতা দেখানো হয়, সেগুলোকে বলি ইরোটিকা। ইরোটিকাগুলোকে আজকাল বলা হচ্ছে ‘ফিমেল ফ্রেন্ডলি পর্ন’। পুরুষের পর্নগুলো ভায়োলেন্সে ভরপুর। আর ‘ফিমেল ফ্রেন্ডলি’গুলোয় ভায়োলেন্সের চিহ্ন নেই। কবে ‘মেইল ফ্রেন্ডলি’গুলোয় দেখবো ভায়োলেন্স নেই? নাকি ভায়োলেন্স থাকলেই তাকে বলা হয় ‘মেইল ফ্রেন্ডলি’? পুরুষ নামের সঙ্গে কী ভয়ানকভাবে যুক্ত হয়ে আছে নিষ্ঠুরতা আর বর্বরতা!

আজকাল পর্ন সাইটগুলোয় দেখছি প্রচুর বাঙালি ছেলে-মেয়ের ভিডিও। কিছু ভিডিও দেখলে যে কেউ বুঝবে মেয়েটি জানে না যে তাদের রতিক্রিয়া রেকর্ড করা হচ্ছে। আবার কোনও কোনও ভিডিও দেখলে স্পষ্ট বোঝা যায় যে মেয়েটি বুঝতে পারছে না যে রেকর্ড করা ভিডিও ইন্টারনেটে দেওয়া হবে। মেয়েটির অনুমতি ছাড়া ভিডিওগুলো পৌঁছে যাচ্ছে চেনা অচেনা সবার কাছে।

আজকাল আরও শুনছি যে গোপনে যৌনক্রিয়ার ভিডিও করে ইন্টারনেটে প্রচার করার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করছে কিছু লোক। প্রচুর টাকা দাবি করছে মেয়ের কাছে, মেয়ের আত্মীয়-স্বজনের কাছে। বছর দেড়েক আগে এই ব্ল্যাকমেইল নিয়ে ‘দৃশ্যম’ নামে একটি সিনেমা বানানো হয়েছিল। একটি মেয়ে স্নানঘরে উলঙ্গ হয়ে স্নান করছিল, সেই স্নানের দৃশ্য একটি বদ ছেলে মোবাইল ফোনে রেকর্ড করে হুমকি দিয়েছিল যে মেয়েটি যদি তার সঙ্গে যৌন সম্পর্কে যেতে রাজি না হয় তবে ইন্টারনেটে সে মেয়েটির স্নানের ভিডিও ছড়িয়ে দেবে। এই নিয়ে কত খুনোখুনি হয়ে গেল। বাংলাদেশেও ধর্ষণ এবং প্রতারণা পুরোদমে চলছে।

 সেদিন বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স পাস করা মুজাহিদ নামের এক যুবক এক নারীকে ধর্ষণ করে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে প্রচার করবে বলে হুমকি দিয়েছে। সেই নারীটির স্বামীর কাছ থেকে এক কোটি টাকা চেয়েছে। মুজাহিদকে পুলিশ গ্রেফতার করেছে। জেনেছে সে এক পর্নগ্রাফি গ্যাংয়ের সঙ্গে যুক্ত। এদের কাজই হলো ব্ল্যাকমেইল করা।

এখন প্রশ্ন হলো, একটি পুরুষের উলঙ্গ শরীর অন্তর্জালে সবাই দেখলে পুরুষের জীবন তো বরবাদ হয়ে যায় না! একটি মেয়ের কেন যায়? নারী-পুরুষের যৌনক্রিয়ার ভিডিও ইন্টারনেটে প্রচার হলে পুরুষের তো তেমন কোনও অসুবিধে হয় না, নারীর এত কেন অসুবিধে? কারোর, সে নারীর হোক, পুরুষের হোক, কোনও ভিডিও অনুমতি ছাড়া কোথাও প্রচার করা উচিত নয়। কিন্তু আমরা কি ভেবে দেখেছি ব্ল্যাকমেইল কেন শুধু মেয়েদেরই করা হয়? কোনও পুরুষকে তো হুমকি দেওয়া হয় না এই বলে যে তার উলঙ্গ শরীরের ভিডিও বা তার সেক্স ভিডিও ইন্টারনেটে আপ্লোড করা হবে? কারণ পুরুষকে তার শরীর ঢেকে রাখতে হয় না, নারীকে হয়। কারণ নারীর শরীরকেই নারীর একমাত্র সম্পদ বলে ভাবা হয়। সম্পদকে ঘাঁটলে, স্পর্শ করলে, এমনকি দেখলেও ভাবা হয় সম্পদের মূল্য কমে গেছে। মূল্য কমার ভয়ে নারীরা আতঙ্কে পাথর হয়ে থাকে। কেউ কেউ আত্মহত্যা করে। আত্মহত্যা করে কারণ তাদের সেক্স ভিডিও অন্তর্জালে পাওয়া যাচ্ছে, তাদের শরীর যে কেউ দেখছে, এই শরীর আর পবিত্র নয়! অপবিত্র শরীরের গ্লানি আর লজ্জা তাদের কড়িকাঠের দিকে নিয়ে যায়।

সেক্স ভিডিও প্রচার হলে লজ্জা আর অস্বস্তি যদি হয়ও, তা নারী আর পুরুষের বেলায় সমান হোক, চাই। অনুমতি ছাড়া যারা সেক্স ভিডিও প্রচার করে, তাদের শাস্তি হোক চাই। কিন্তু মেয়েদের সেক্স ভিডিও প্রচার হলে মেয়েদের সর্বনাশ হয়ে যাবে, এই ভাবনা নারী-পুরুষ সবাইকে দূর করতে হবে। এটি যতদিন দূর না হচ্ছে, ততদিন ব্ল্যাকমেইল করার সুযোগ থেকেই যাচ্ছে। নারীর উলঙ্গ শরীর কেউ দেখে ফেললে শরীর পচে যায় না বা নষ্ট হয়ে যায় না। শরীর নিয়ে লজ্জা দূর করতে হবে। 
শরীরকে নারীর একমাত্র সম্পদ ভাবার মানসিকতাও দূর করতে হবে। নারীর আর সব রকম স্বাধীনতার মতো যৌন স্বাধীনতাও নারীর জন্য অত্যন্ত প্রয়োজন। যৌন স্বাধীনতা থাকা মানে যৌনতায় রাজি হওয়ার স্বাধীনতা, আবার রাজি না হওয়ার স্বাধীনতাও। যৌন স্বাধীনতা থাকা মানে সেক্স ভিডিও ইন্টারনেটে দেওয়ার স্বাধীনতা, আবার না দেওয়ার স্বাধীনতাও। নারীর যৌন স্বাধীনতাকে আবহমান কাল ধরে লংঘন করছে পুরুষেরা। কবে তারা বন্ধ করবে তাদের বর্বরতা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া