adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পোলার্ডের অপরাজিত ৮৩ রানের কল্যাণে জিতল বার্বাডোজ

FORT LAUDERDALE, FL - AUGUST 05: In this handout image provided by CPL T20, Kieron Pollard of Barbados Tridents cbats during Match 3 of the 2017 Hero Caribbean Premier League between Barbados Tridents v Jamaica Tallawahs at Central Broward Regional Park Stadium on August 5, 2017 in Fort Lauderdale, Florida. (Photo by Ashley Allen - CPL T20 via Getty Images) স্পোর্টস ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ম্যাচে ঝড় তুলেছেন বার্বাডোজ ট্রাইডেন্টসের অধিনায়ক কাইরন পোলার্ড। ৩৫ বল খেলে ৮৩ রান করেছেন তিনি। এই রান করার পথে পাঁচটি চার ও ছয়টি ছক্কা হাঁকিয়েছেন পোলার্ড। শুক্রবার বৃষ্টি আইনে তার দল জিতেছে ২১ রানে।
সিপিএলে আজ বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত ম্যাচটিতে ড্যারেন স্যামির দল সেইন্ট লুসিয়া স্টার্সের মুখোমুখি হয় কাইরন পোলার্ডের দল বার্বাডোজ ট্রাইডেন্টস। প্রথমে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে তারা।
পরে সেইন্ট লুসিয়া স্টার্স ব্যাট করতে নেমে ১৫.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে। এরপর বৃষ্টির কারণে আর খেলা অনুষ্ঠিত হয়নি। তিন ম্যাচ শেষে দুইটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলে এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে বার্বাডোজ ট্রাইডেন্টস। আর তিন ম্যাচ খেলে তিনটিতেই হেরে পয়েন্ট টেবিলে সবার নিচে রয়েছে সেইন্ট লুসিয়া স্টার্স।
ফল: বৃষ্টি আইনে ২১ রানে জয়ী বার্বাডোজ ট্রাইডেন্টস
 
সংক্ষিপ্ত স্কোর-
বার্বাডোজ ট্রাইডেন্টস ইনিংস: ১৯৬/৪ (২০ ওভার)
(ডাওয়েন স্মিথ ৩৬, কেন উইলিয়ামসন ৪৬, শোয়েব মালিক ০, কাইরন পোলার্ড ৮৩*, নিকোলাস পুরান ১৮, ক্রিস বার্নওয়েল ৩*; জেরোম টেইলর ১/৫৫, মিচেল ম্যাকক্লেনাঘান ১/৩২, কাইল মায়ার্স ২/৩০, মারলন স্যামুয়েলস ০/২০, ড্যারেন স্যামি ০/১৭, শেন শিলিংফোর্ড ০/৩৮)।

সেইন্ট লুসিয়া স্টার্স ইনিংস: ১২৯/৬ (১৫.২/১৯ ওভার)
(জনসন চার্লস ১৯, আন্দ্রে ফ্লেচার ১৭, জেসি রাইডার ১০, কামরান আকমল ০, মারলন স্যামুয়েলস ১০, শেন ওয়াটসন ০, ড্যারেন স্যামি ৬০*, কাইল মায়ার্স ৮*; আকিল হোসেইন ০/১০, রবি রামপল ০/৪১, ওয়েনি পারনেল ৩/২৮, ইমরান খান ১/২২, ওয়াহাব রিয়াজ ২/২৭)।
প্লেয়ার অব দ্য ম্যাচ: কাইরন পোলার্ড (বার্বাডোজ ট্রাইডেন্টস)-ক্রিকইনফো

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া