adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

হত্যা বলা ভুল ছিল, আরেক ভিডিওতে সেই রুবি

rubiবিনােদন ডেস্ক : জনপ্রিয় চলচ্চিত্র নায়ক সালমান শাহকে খুন করা হয়েছে- ভিডিওতে এমন দাবি করে তোলপাড় ফেলে দিয়েছেন এই মামলার অন্যতম আসামি রাবেয়া সুলতানা রুবি। কিন্তু দুই দিন পর ছাড়া অন্য একটি ভিডিওতে তিনি বলেছেন, তার ওই কথা বলা উচিত হয়নি।

গত সোমবার প্রথম ভিডিও প্রকাশ হয় যুক্তরাষ্ট্র প্রবাসী রুবির। আর দ্বিতীয় ভিডিওটি প্রকাশ হয় বুধবার।

আগের ভিডিওতে রুবি জোরের সঙ্গেই বলেছিলেন, সালমান শাহ খুন হয়েছে। এর পেছনে নিজের স্বামী, ভাই, সালমান শাহের স্ত্রী সামিরা চৌধুরী জড়িত ছিলেন বলে দাবি করেন তিনি। বলেছিলেন, তাকেও খুন করার চেষ্টা করা হচ্ছে। আর এই মামলার তদন্ত যেন চালু থাকে সেই অনুরোধ করে আদালতে সাক্ষ্য দেয়ার কথাও জানিয়েছিলেন রুবি। ওই ভিডিওতে তিনি এমনও বলেন যে, তিনিই একমাত্র জীবিত সাক্ষী যিনি কি না সবই জানেন।

তবে পরের ভিডিওতে আগের অবস্থান থেকে সরে এসে রুবি বলেন, ‘আমি কিন্তু কোনো ইনভেস্টিগেশনের মধ্যে কিন্তু বলব না যে এটা আত্মহত্যা, না হত্যা। এটা আমার বলা উচিত না।’

আগেরবার কেন এমন বক্তব্য দিয়েছেন, সেটার কারণ বর্ণনা করে রুবি বলেন, ‘আমি আগেরবার যেটা বলেছি ভিডিও করে, সেটাতে আমার রং ছিল, আমি ইমোশনাল ছিলাম বেশি, যার জন্য আমি বলেছি যে এটা হত্যা।’

রুবির প্রথম ভিডিওটি ছিল দুই মিনিট ৫৯ সেকেন্ডের। আর পরের ভিডিওটি ২৫ মিনিট ৩৪ সেকেন্ডের। এই ভিডিওতে তিনি একাধিকারবার অসংলগ্ন কথা বলেছেন। একবার বলেছেন, ওটা খুন বলা উচিত হয়নি। আবার এটাকে খুন সন্দেহ করে সালমান শাহের স্ত্রী সামিরার দিকে পরোক্ষভাবে আঙ্গুল তুলেছেন, তিনি কেন সামনে এসে কথা বলেন না, সেই প্রশ্ন তুলেছেন। বলেছেন, স্বামীর বাসায় থাকলেও এখন তার সঙ্গে সম্পর্ক নেই। জানান, তার নিজের ছেলে তাকে বলেছেন, ‘তুমি কেবল ঝামেলা করো।’

একবার বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রে তার বাসার সামনে মদের দোকানে পড়ে থাকতেন, গাঁজা খেতেন, আরেকবার বলেছেন, তিনি সৎ বাবার মেয়ে, সৎভাবে জীবন যাপন করেছেন।

সালমান শাহের মৃত্যুকে কেন হত্যা বলেছেন, সেই কারণও এই ভিডিওতে একাধিকবার বর্ণনা করেছেন। আবার বলেছেন, ওটা হত্যা বলার কারণ, সেদিন তার মাথা ঠিক ছিল না।

প্রথম ভিডিওটি প্রকাশের পর সালমান শাহের মৃত্যুর মামলা তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই এ নিয়ে কথা বলেছে। জানিয়েছে, রুবির সঙ্গে যোগাযোগ করবে তারা। তার এই বক্তব্যে এই মৃত্যু রহস্যের জট খোলার কথাও বলেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

রুবি পরের ভিডিওতে জানান, পিবিআই খুঁজছে জেনে নিউ ইয়র্কে কনসাল জেনারেলের অফিসে গেছেন একাধিকবার। কিন্তু চেষ্টা করেও তার সঙ্গে সাক্ষাৎ হয়নি।

এই ভিডিওতে রুবির বক্তব্যে আবার ধোঁয়াশা পড়তে হতে পারে পিবিআইকে। কারণ এই ভিডিওতে রুবি বলেন, ‘কেমন করে খুন হয়েছে বা আত্মহত্যা হয়েছে, এটা নিয়ে আর কোনো কথা বলব না। ওই দিন মাথা ঠিক ছিল না, ভীত ছিলাম, এই জন্য বলেছি, ওটা হত্যা। আর নীলা ভাবির কথা চিন্তা করেও।’

রুবি বলেন, ‘আমি হত্যা বা আত্মহত্যার কোনো সাক্ষী ছিলাম না, আমি কিছুই দেখিনি। আমি শুধু ওখানে গেছি আর সামিরার কাণ্ডকারখানা দেখেছি।’

‘যা কিছু আমি জানি, সব কিন্তু সামিরার মুখ থেকে শোনা। বাইরের কোনো মানুষের কাছ থেকে কিছু শুনিনি। সব কিছু শুনেই আমি আত্মহত্যা বলেছি।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া