adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কােহলির সঙ্গে তুলনা চান না পাকিস্তানের বাবর আজম

KOHLIস্পাের্টস ডেস্ক : বিরাট কোহলির সঙ্গে তুলনা টানা হচ্ছে পাক ব্যাটসম্যান বাবর আজমের। পাকিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যানকে ভবিষ্যতের তারকা হিসেবে ধরা হচ্ছে। বাবর কিন্তু নিজের মতোই এগিয়ে যেতে চান। বিরাটের সঙ্গে তুলনা একদমই পছন্দ করছেন না তিনি। তাই বাবর বলেছেন, ‘‌বিরাটের সঙ্গে কোনও তুলনাই হয় না আমার। বিরাট বড় ব্যাটসম্যান। আমি তো সবে শুরু করেছি।’‌ কিন্তু সমর্থকরা তা মানতে চাইছেন না। সোশ্যাশ মিডিয়ায় তাঁকে পাকিস্তানের বিরাট কোহলি বলে ডাকা হচ্ছে। এক্ষেত্রে বাবরের বক্তব্য, ‘‌বিরাট ও আমার খেলার ধরণ আলাদা। তবে বিরাটের মতো সফল হতে চাই আমি। দলের জয়ে অবদান রাখাই আমার কর্তব্য। ২২ গজে রান করাটাই থাকে লক্ষ্য।’‌ বছরের শুরুতে লাহোরে দলের অনুশীলনে বাবর জানিয়েছিলেন, কোহলি দেশের হয়ে যে কৃতিত্ব অর্জন করেছেন, তিনিও সেই অবদান রাখতে চান পাকিস্তানের ক্ষেত্রে। পাক কোচ মিকি আর্থারও বাবরের প্রশংসায় পঞ্চমুখ। গতবছর ডিসেম্বরে আর্থার বলেছিলেন, ‘‌বাবরের মধ্যে প্রতিভা আছে। ওর বয়সে বিরাট কোহলিও এরকম খেলত।’‌ বাবর অবশ্য এসব তুলনায় বিশ্বাসী নন। তবে এটা ঘটনা ২০১৬–য় ওয়ানডে ক্রিকেটে ২১ ম্যাচে ১০০০ রান করেছিলেন বাবর। ২০১৬–য় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে টানা তিনটি শতরান ছিল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া