adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বেশির ভাগ ব্যাংকের আয় বেড়েছে

BANKডেস্ক রিপোর্ট : চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) শেয়ারবাজারে তালিকাভুক্ত বেশির ভাগ ব্যাংকের আয় বেড়েছে। তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে ২৯টি জানুয়ারি-জুনের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে ১৮টি ব্যাংকেরই শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের তুলনায় বেড়েছে। অন্যদিকে শেয়ারপ্রতি আয় কমেছে ১১টি ব্যাংকের। ব্যাংকগুলোর আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।

এখনও চলতি বছরের প্রথমার্ধের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি লোকসানি প্রতিষ্ঠান আইসিবি ইসলামী ব্যাংক। আগামী ৩ আগস্ট এ প্রতিষ্ঠানটির জানুয়ারি-জুনের আর্থিক প্রতিবেদন নিয়ে পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শেয়ারপ্রতি আয় আগের বছরের তুলনায় বেড়েছে এমন ব্যাংকের তালিকায় রয়েছে ব্যাংক এশিয়া, প্রাইম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ওয়ান ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এনসিসি ব্যাংক, যমুনা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ডাচ্‌-বাংলা ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।

তথ্য পর্যালোচনায় দেখা গেছে, চলতি বছর শেয়ারপ্রতি আয় আগের বছরের তুলনায় সব থেকে বেশি বেড়েছে ব্যাংক এশিয়ার। প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় আগের বছরের তুলনায় বেড়েছে ১৭৫ শতাংশ। আগের বছরের তুলনায় ১৭৪ শতাংশ শেয়ারপ্রতি আয় বেড়ে দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ব্যাংক। তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার ব্যাংকের শেয়ারপ্রতি আয় আগের বছরের তুলনায় বেড়েছে ১৫৮ শতাংশ।

অবশ্য শেয়ারপ্রতি আয়ের দিকে চলতি বছর শীর্ষে রয়েছে ডাচ্‌-বাংলা ব্যাংক। চলতি বছরের প্রথমার্ধে এ প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৭ টাকা ১০ পয়সা। দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ৬৬ পয়সা। আর ২ টাকা ৩১ পয়সা শেয়ারপ্রতি আয় নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইস্টার্ন ব্যাংক।

এদিকে ১১টি ব্যাংকের শেয়ারপ্রতি নিট পরিচালন নগদপ্রবাহ (এনওসিএফপিএস) ঋণাত্মক হয়ে পড়েছে। শেয়ারপ্রতি নিট পরিচালন নগদপ্রবাহ ঋণাত্মক হয়ে পড়ার তালিকায় শেয়ারপ্রতি আয় বেড়েছে এমন ব্যাংক রয়েছে চারটি। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আয়ের থেকে ব্যয় বেশি হওয়া পরিচালন নগদপ্রবাহ ঋণাত্মক হয়ে পড়ার অন্যতম প্রধান কারণ। এটি প্রতিষ্ঠান পরিচালনায় ব্যবস্থাপনার অদক্ষতা ইঙ্গিত করে।

পরিচালন নগদপ্রবাহ ঋণাত্মক হয়ে পড়া ব্যাংকগুলোর তালিকায় রয়েছে ব্যাংক এশিয়া, যমুনা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, এবি ব্যাংক, সিটি ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং সাউথ ইস্ট ব্যাংক।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া