adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সেলফিতে লাইক না পেলে ৪০ ভাগই মন খারাপ করেন

selfieডেস্ক রিপাের্ট : সামাজিক যোগাযোগ মাধ্যম তরুণদের আরো উদ্বিগ্ন করে তুলছে বলে এক গবেষণায় উঠে এসেছে। ‘ডিচ দ্য লেবেল’ নামের একটি অ্যান্টি-বুলিয়িং বা পীড়ন-বিরোধী দাতব্য সংস্থা এই গবেষণা চালিয়েছে।
দশ হাজার তরুণ-তরুণীর উপর এই জরিপটি চালানো হয়। এদের বয়স ছিল ১২ থেকে ২০ বছরের মধ্যে। খবর: বিবিসি বাংলা।
এই গবেষণা জরিপে অংশ নেয়াদের মধ্যে ৪০ ভাগই বলেছেন, কেউ যদি তাদের সেলফিতে লাইক না দেয়, তাহলে তারা খারাপ বোধ করেন।
আর ৩৫ ভাগ বলেছেন, তাদের কী পরিমাণ ফলোয়ার বা অনুসারী, তার ওপর সরাসরি নির্ভর করে তাদের আত্মপ্রত্যয়ের ব্যাপারটি।
জরিপে উঠে এসেছে সাইবার-বুলিয়িং (পীড়ন) ব্যাপক বিস্তৃতি লাভ করেছে। প্রতি তিনজনের একজন বলেছেন, তারা সারাক্ষণই সাইবার-বুলিয়িংয়ের বা পীড়নের আতঙ্কে থাকেন।
একজন বিশেষজ্ঞ বলেছেন, সোশ্যাল মিডিয়ার কারণে শিশুরা 'বৈরিতার সংস্কৃতির’ মধ্যে বেড়ে উঠছে।
জরিপে অংশগ্রহণকারী ৭০ ভাগ স্বীকার করেছেন, তারা অনলাইনে অন্যের উপর পীড়নমূলক আচরণ করেন। আর ১৭ ভাগ দাবি করেছেন, তারা অনলাইনে পীড়নের স্বীকার হয়েছেন।
এছাড়া জরিপে অংশ নেয়া অর্ধেকই বলেছেন, তারা অনলাইনে তাদের সঙ্গে ঘটে যাওয়া খারাপ আচরণগুলো নিয়ে আলোচনা করতে চান না।
গবেষণায় আরো উঠে এসেছে, ঘৃণা ছড়ানোর জন্য সবচাইতে বেশি ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ইনস্টাগ্রাম।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া