adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘মামলার ভয়ে পালিয়ে গেছেন খালেদা জিয়া’

O K Aডেস্ক রিপাের্ট : চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ১৭ জুলাই সোমবার সচিবালয়ে নিরাপদ সড়ক চাই-নিসচা’র নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সংশয় প্রকাশ করেন। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত রোডম্যাপকে আওয়ামী লীগের রোডম্যাপ বলে মন্তব্য করেছে বিএনপি। এ বিষয়ে ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা।
জবাবে খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘একজন মামলার ভয়ে বিদেশ থেকে আসেননি। কতদিন, কত বছর হয়ে গেলো, তিনি আর আসেন না। আরেকজন আবার টেমস নদীর পাড়েই গেলেন।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘শনিবার থেকে ফেসবুক-টুইটারে দেখছি যে, এতো বেশি সময়ের জন্য একটা বড় দলের চেয়ারপারসন বিদেশ যাচ্ছেন। জনশ্রুতি রয়েছে তিনি কি মামলার ভয়ে পালিয়ে গেলেন? তিনি কি মামলার ভয়ে ফিরে আসবেন না?’
তিনি বলেন, ‘খালেদা জিয়ার মামলায় ১৫০ বার আদালতে সময় চাওয়ার পর এ সন্দেহটা ঘণীভূত হয়েছে এবং জনগণের মধ্যে গুঞ্জনটা শাখা-প্রশাখা বিস্তার করেছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা দেখব- শেখ হাসিনার মতো ওই ওয়ান-ইলেভেনের সময় সাহস করে তিনি ফিরে আসবেন কি না, মামলার ভয়ে সময় আবার বর্ধিত হয় কিনা। সেটা কেবল সময়ই বলে দেবে।’
এসময় ইসি ঘোষিত রোডম্যাপের বাস্তবায়ন দেখে আওয়ামী লীগ মন্তব্য করবে জানিয়ে তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। এ ব্যাপারে এ মুহূর্তে আওয়ামী লীগের বক্তব্য হচ্ছে- এই রোডম্যাপটি বাস্তবায়নের অগ্রগতি দেখে আমরা কথা বলব। আমরা বাস্তবায়ন প্রক্রিয়াটা দেখতে চাই।’
এছাড়া সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘দুর্ঘটনার খবরে প্রতিদিন মনটা বিষন্ন হয়ে যায়। অনেক কষ্টে নিজেকে সামলে নেই। অনেক মূল্যবান প্রাণ হারিয়ে গেছে। বেপরোয়া ড্রাইভিং, ওভারটেকিং, ওভার স্পিডের কারণে মৃত্যুগুলো অত্যন্ত বেদনাদায়ক।’
তিনি বলেন, ‘এদেশে দুর্ঘটনায় কত সাধারণ মানুষ মারা যাচ্ছে, পাখির মতো। পথে অনেক পরিবার বলি হয়ে যাচ্ছে। এজন্য আমরা দায় এড়াতে পারব না।’
এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান মশিউর রহমান, নিসচা’র চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া