adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চলতি মাসেই নতুন মুদ্রানীতি

B Bডেস্ক রিপাের্ট : চলতি মাসের শেষের দিকে মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। নতুন এই মুদ্রানীতিতে সতর্কতামূলক অবস্থান বজায় থাকবে বলে বাংলাদেশ ব্যাংকের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে। সূত্র জানায়, ২০১৭-২০১৮ অর্থবছরের অর্ধবার্ষিক মুদ্রা নীতিতে বড় ধরনের কোনও পরিবর্তন হবে না। ১৬ জুলাই এ সম্পর্কিত কমিটির বৈঠকে মুদ্রানীতি ঘোষণার তারিখ চূড়ান্ত হবে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান বলেন, ‘চলতি আর্থিক বছরের বাজেট ও নির্দেশনার ভিত্তিতে আর্থিক নীতি প্রণীত হবে। এ ব্যাপারে ইতিমধ্যে স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠকে তাদের প্রস্তাব ও পরামর্শ পাওয়া গেছে। এসব যাচাই বাছাইয়ের পর চূড়ান্তকরণের কাজ চলবে।’

এ প্রসঙ্গে ঢাকায় বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেইন বলেন, ‘আসন্ন  মুদ্রানীতিতে বড় ধরনের পরিবর্তনের কারণ নেই। তবে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ দুই বছরের জন্য স্থগিত হওয়ায় সরকার রাজস্ব ঘাটতির মুখে পড়তে পারে। অধিকন্তু সরকার ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছে। এ জাতীয় বাজেটে ব্যাংকিং খাত থেকে ২৮ হাজার ২০৩ কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা স্থির করে দেয়া হয়েছে।’

রাজী হাসান বলেন, ‘রাজস্ব ঘাটতি মেটাতে আমাদের ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রায় সামঞ্জস্য করতে হবে। বাংলাদেশ ব্যাংক পরবর্তী বছরগুলোর মতো আসন্ন আর্থিক নীতিতেও ঋণ প্রদান সম্পর্কিত বিধান অব্যাহত রাখবে।’
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া