adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এরাই সংস্কৃতিটাকে টিকিয়ে রাখছে-আসিফ ইকবাল

director-homeবিনােদন ডেস্ক : ‘আমাদের অমিতাভ রেজা, ফারুকী (মোস্তফা সরয়ার ফারুকী), অনিমেষ আইচদের মতো নির্মাতা আছেন। এমন অনেকেই আছেন যারা নিজস্ব সংস্কৃতি নিয়েই এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাদের পেছনে দাঁড়ানো দরকার। মেধাবীদের কাজে আরো উৎসাহিত করার উচিত। খুব। এরাই আসলে সংস্কৃতিটাকে টিকিয়ে রাখছে।’— হালের সিনেমা প্রসঙ্গে কথাগুলো বলেছেন গীতিকার আসিফ ইকবাল।
বৃহস্পতিবার আরটিভির হলরুমে অনিমেষ আইচের ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের প্রেস মিটের বক্তব্যে এসব বলেন তিনি।
আসিফ ইকবাল বলেন, ‘আজকাল আমরা একটা আইডেন্টি ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছি। চারদিক থেকে বিভিন্ন রকমের চাপ আছে। তবুও আমাদের কাজগুলো আমাদের মতো করেই করা দরকার।’

‘ভয়ংকর সুন্দর’-এ একটি গান লিখেছেন আসিফ ইকবাল। এ প্রসঙ্গে বলেন, ‘আমি আসলে কখনোই সিনেমার গান লিখিনি। এই প্রথম আমি সিনেমার গানে কাজ করলাম। অনিমেষ আইচ আমাকে সুযোগ দিয়েছেন। গানটি সুর করেছেন প্রিন্স মাহমুদ আর গেয়েছেন মমতাজ। এদিকে ‘ভয়ংকর সুন্দর’-এর যে গল্পটি শুনেছি এটা কোনো বোম্বে সিনেমার গল্প না, হলিউড সিনেমার গল্প না। এই গল্পটি বাঙালির গল্প, বাংলাদেশি গল্প। আমাদের শেকড়ের গল্প, আমাদের অনুভূতির সাথে এই গল্পটা খুব বেশি করে যায়। আমরা গানে সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’
‘ভয়ংকর সুন্দর’ মুক্তি পাবে ৪ আগস্ট। মতি নন্দীর ‘জলের ঘূর্ণি ও বকবক’ গল্প অনুসারে সিনেমাটি নির্মিত হয়েছে। কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছেন ঢাকার আশনা হাবিব ভাবনা। প্রযোজনা করছে এ স্কয়ার ফিল্ম কোম্পানি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া