adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট জিতল ইংল্যান্ড

Cricket - England vs South Africa - First Test - London, Britain - July 9, 2017   England's Moeen Ali walks off at the end of the match   Action Images via Reuters/Peter Cziborra স্পাের্টস ডেস্ক : লর্ডস টেস্টের প্রথম দিন থেকেই দাপট দেখাচ্ছিল ইংল্যান্ড। জো রুটের অধিনায়কত্বের অভিষেক ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকাকে দাঁড়াতেই দিচ্ছিল না স্বাগতিকরা। তৃতীয় দিন শেষেই তাই ম্যাচের সম্ভাব্য ফলটা আঁচ করা যাচ্ছিল। ইংল্যান্ড অবশ্য একদিন হাতে রেখেই পরাজয়ের বেদনায় পুড়ালো প্রোটিয়াদের। মইন আলির বিধ্বংস বোলিংয়ে ৩৩১ রানের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে  মাত্র ১১৯ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ফলে ২১১ রানের জয়ে চার ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল ইংল্যান্ড।
আগের দিনের ১ উইকেটে ১১৯ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। কেশব মহারাজ, মরনে মরকেল ও কাগিসো রাবাদার বোলিংয়ের মুখে ২৩৩ রানে গুড়িয়ে যায় ইংল্যান্ড। তবে প্রথম ইনিংসে স্বাগতিকরা ৯৭ রানের লিড পাওয়ায় দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৩১ রানের। ইংল্যান্ডের পক্ষে অ্যালিস্টার কুক সর্বোচ্চ ৬৯ রান করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা ব্যাটসম্যাননা ছিলেন আসা যাওয়া মিছিলে। আসলে বিধ্বস্ত ছিলেন ইংলিশ বোলিংয়ের সামনে। নিজের ঘূর্ণি জাদুতে লর্ডসের দর্শকদের মাত করেছেন মইন। নিয়েছেন ৬ উইকেট। প্রথম ইনিংসেও নিয়েছিলেনর ৪ উইকেট। ক্যারিয়ারে এই প্রথম টেস্টে (দুই ইনিংস মিলিয়ে) ১০ উইকেট পেলেন মইন। নিজেদের প্রথম ইনিংসে ব্যাট হাতেও ৮৭ রান করেছিলেন মইন। ১৯৮০ সালের পর এই প্রথম কোন ইংলিশ ক্রিকেটার ম্যাচে পঞ্চাশোর্ধ্ব রান ও ১০ উইকেট পেলেন। সর্বশেষ ভারতের বিপক্ষে ইয়ান বোথাম এমন কীর্তি গড়েছিলেন। ম্যাচ সেরার পরস্কারটাও তাই উঠেছে মইনের হাতেই।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: ৪৫৮

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৩৬১

ইংল্যান্ড ২য় ইনিংস: ২৩৩

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: (লক্ষ্য ৩৩১) ৩৬.৩ ওভারে ১১৯ (এলগার ৯, আমলা ১১, ডি কক ১৮, বাভুমা ২১, ফিল্যান্ডার ১৯*, মহারাজ ১০, মরকেল ১৪; অ্যান্ডারসন ১/১৬, মইন ৬/৫৩, উড ১/৩, ডসন ২/৩৪)।

ফল: ইংল্যান্ড ২১১ রানে জয়ী

সিরিজ: ৪ ম্যাচ সিরিজে ইংল্যান্ড ১-০ তে এগিয়ে

ম্যাচ সেরা: মইন আলি
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া