adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদ উপলক্ষে হিলি সীমান্তে বিজিবিকে মিষ্টি দিল বিএসএফ

BSFডেস্ক রপাের্ট : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবিকে মিষ্টি দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। অপরদিকে, বিজিবিও মিষ্টি দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছে বিএসএফকে। 
    
ঈদের দিন সকাল সাড়ে ১০টায় হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাব পিলারের নিকট ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূন্যরেখায় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমতিয়াজ চৌধুরী ভারতের পতিরাম ১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক ধর্মেন্দ্র সিংয়ের হাতে উপহারের মিষ্টি তুলে দিয়ে ঈদের শুভেচ্ছা জানান এবং একে অপরের কুশল বিনিময় করেন।  

পরে বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে ৫ প্যাকেট মিষ্টি ও ফল উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়।  

এসব তথ্য জানিয়ে বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার লাভলু শিকদার বলেন, পরস্পর কুশল বিনিময়সহ মিষ্টির প্যাকেট ও ফল দিয়ে শুভেচ্ছা জানায়।  

শুভেচ্ছা ও মিষ্টি বিনিময়ের সময় আরও উপস্থিত ছিলেন বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার লাভলু শিকদার ও পোস্ট কমান্ডার নায়েক শাহজাহান আলী এবং ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার এসি সুরেশ কুমার, চেকপোস্ট কমান্ডার বেদেন্ত সিংসহ অনেকে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া