adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বাবা-মা’র সঙ্গে ঈদ হল না- গণপিটুনি ও কুপিয়ে হত্যা করলাে ইন্দু উগ্রবাদী

indiaআন্তর্জাতিক ডেস্ক :  রোজা রেখেছিল কিশোর জুনায়েদ (১৫)। দিল্লি থেকে ঈদের কেনাকাটা শেষে ট্রেনে বাড়ি ফিরছিল মায়ের সঙ্গে ইফতার করবে বলে। কিন্তু ট্রেনের সিট নিয়ে বির্তকে তাকে গণপিটুনি দিয়ে এবং কুপিয়ে হত্যা করে একদল হিন্দু উগ্রবাদী।  

২২ জুন বৃহস্পতিবার বিকালে দিল্লি থেকে ২০ কিলোমিটার দূরে হরিয়ানার আসাভাটি স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। হিন্দু উগ্রবাদীদের হামলায় আহত হন জুনায়েদের ভাইসহ তিনজন।
জুনায়েদের ভাই হাশিম জানায়, দিল্লির সদর বাজার থেকে দিল্লি-মথুরা প্যাসেঞ্জার ট্রেনে ওঠেন তারা। ওখলা থেকে এক দল যাত্রী উঠে তাদের সিট ছেড়ে দিতে বলে। জুনায়েদ একজনকে আসন ছেড়েও দেয়। কিন্তু সবাইকে সিট ছাড়তে বলা হয়। তাতেই বাদানুবাদ শুরু হয়।

সে বলে, ‘হঠাৎই একদল লোক বলতে থাকে- এরা গরু হত্যা করে, গরুর মাংস খায়। এদের মারাই উচিত! বলেই আমাদের মারতে শুরু করল। ভাইকে তো মেরেই ফেলল!’

জুনায়েদদের বল্লভগড়ে নামতেও দেওয়া হয়নি। বিপন্ন জুনায়েদের ফোন পেয়ে ভাই শাকির স্টেশনে ছুঁটে এসেছিলেন। তাকেও ট্রেনে তুলে ছুরি দিয়ে কুপিয়ে পরের স্টেশন আসাভাটির প্ল্যাটফর্মে ফেলে দেয় দুষ্কৃতীরা। শাকির এখন এইমস’র ট্রমা সেন্টারে ভর্তি।

জানা গেছে, হামলার শুরুতে জুনায়েদদের ফেজ টুপি খুলে মাটিতে ফেলে পা দিয়ে মাড়ানো হয়। তার দাঁড়ি ধরে টান দেয়া হয়। এরপর গণপিটুনি শেষে ছুরি দিয়ে কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় জুনায়েদের। তার সঙ্গী দুই তরুণ মইন ও মহসিনের অবস্থাও আশঙ্কাজনক।
সিপিএম নেতা বৃন্দা কারাটের অভিযোগ, সঙ্ঘ পরিবারের সাম্প্রদায়িক রাজনীতি, গোমাংস-গোহত্যা নিয়ে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণার রাজনীতির জন্যই এই হামলা।
হামলার ঘটনায় এখন পর্যন্ত মাত্র একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রমেশ নামে ওই অভিযুক্ত বলেন, ‘আমি মদ খেয়ে ছিলাম। বন্ধুরা বলছিল- ওরা গরুর মাংস খায়।’
বল্লভগড়ের এসপি কমলদীপ গয়াল বলেন, ‘বাদানুবাদের সময় এমন কিছু শব্দ ব্যবহার হয়, যাতে ধর্মীয় অনুভূতিতে ধাক্কা লাগে। তাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।’
শনিবার সিপিএম নেতা বৃন্দা কারাটে বলেন, ‘গ্রামেরা লোকরা বলছেন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ফেজ টুপি, দাড়ির জন্য যাদের সহজেই মুসলিম বলে চিহ্নিত করা যায়, তারা নিয়মিত এই সব ট্রেনে আক্রান্ত হন।’
সুরাতের মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করে হরিয়ানায় ফিরেছিল জুনায়েদ। বাবা জালালুদ্দিন গাড়িচালক। বড় ভাই শাকির খাবারের দোকান চালান। ঈদের নতুন জামা কেনার জন্য মা সায়রাই ছেলেদের হাতে টাকা দিয়েছিলেন।

সায়রা এখন বলছেন, ‘জুনেইদের মুখে শেষ খাবারটাও তুলে দিতে পারলাম না। আমি ঈদের কেনাকাটার জন্য টাকা না দিলে তো তাদের আজ এ অবস্থা হতো না।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া