adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলা অনিশ্চিত

BCBএম এ রাশেদ :  একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে (ওডিআই) বাংলাদেশের বর্তমান র‌্যাংকিং সাত। এশিয়ার অন্যতম ক্রিকেট পরাশক্তি সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কার  র‌্যাংকিং আট। বাংলাদেশ তার অবস্থান আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ধরে রাখতে পারলে সরাসরি বিশ্বকাপে (২০১৯) খেলার সুযোগ পাবে। কিন্তু লাল-সবুজের দেশটির এই সম্ভাবনা  নেই বললেই চলে। ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) অনুযায়ী চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশের কোন ওডিআই ম্যাচ নেই। অন্যদিকে র‌্যাংকিংয়ে বাংলাদেশের নাকের ডগায় থাকা শ্রীলঙ্কা সুযোগ পাচ্ছে জিম্বাবুয়ের সাথে সিরিজ খেলার। তারা আগামী ৩০ জুন থেকে জিম্বাবুয়ের বিরুদ্ধে অনুষ্ঠিতব্য হোম সিরিজে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলে নিজেদের র‌্যাংকিং আরো ওপরের দিকে নিয়ে সরাসরি বিশ্বকাপ খেলার রয়েছে। শক্তির বিচারে খর্ব শক্তির দল জিম্বাবুয়ে থেকে শ্রীলঙ্কার ঢের এগিয়ে।  
এছাড়া শ্রীলঙ্কা নিজেদের মাটিতেই খেলছে এটাও একটা দারুণ সুযোগ  দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার জন্য। শ্রীলঙ্কা যদি জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করে কিংবা সিরিজ জিতে যায়, তারা বাংলাদেশকে টপকে অতি সহজেই র‌্যাংকিংয়ে ছয় নম্বর অবস্থান নিশ্চিত করবে। তখন মাশরাফিরা নেমে যাবে আটে। আর এতেই কপাল পুড়বে লাল-সবুজের দলটি! বাংলাদেশের এমন  পরিস্থিতি হলে আইসিসি সহযোগী দেশগুলোর সাথে বাছাই পর্ব খেলেই কোয়ালিফাই করে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে হবে। ইংল্যান্ডে আগামী ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলতে বাংলাদেশ ঠিকঠাকমতই এগুচ্ছিল। কিন্তু বাংলাদেশের সব হিসাব ওলট-পালট করে দিয়েছে পাকিস্তান। র‌্যাংকিংয়ে ছয়ে থাকা বাংলাদেশ ও সাতে অবস্থান করা শ্রীলঙ্কাকে টপকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়ে একেবারে ছয়ে উঠে এসেছে সরফরাজদের পাকিস্তান। অথচ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ র‌্যাংকিংয়ের ছয় নম্বর ও শ্রীলঙ্কা সাত নম্বরে থেকেই ইংল্যান্ডে গিয়েছিল। পাশাপাশি সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান আটে থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করেছিল। আইসিসির ঘোষণা অনুযায়ী, ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে র‌্যাংকিংয়ের শীর্ষ আটটি  দল। ইংল্যান্ড স্বাগতিক দল হওয়ায় তারা সরাসরি খেলার সুযোগ পাবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া