adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইন্টারনেট বেড়েছে ব্যাংকিংয়ে লেনদেন

INTERডেস্ক রিপাের্ট : ইন্টারনেট ব্যাংকিংয়ে চলতি ২০১৬-১৭ অর্থবছরের জুলাই-মার্চ মেয়াদে, প্রথম ৯ মাসে মোট ২৫ হাজার ৮৪৩ কোটি টাকা লেনদেন হয়েছে। আগের অর্থবছরের তুলনায় ৪১ দশমিক ৪৯ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং বিষয়ক সর্বশেষ পরিসংখ্যান প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

এতে আরও জানানো হয়েছে, গত ২০১৫-১৬ অর্থবছরের জুলাই-মার্চ মেয়াদে ইন্টারনেট ব্যাংকিংয়ে ১৮ হাজার ২৬৫ কোটি টাকা লেনদেন হয়েছিল।

কেন্দ্রীয় ব্যাংকের ওই প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৬-১৭ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ মেয়াদে) ইন্টারনেট ব্যাংকিংয়ে মোট ৯ হাজার ১৭২ কোটি টাকা লেনদেন হয়েছে। যা আগের যেকোনো প্রান্তিকের তুলনায় বেশি।

প্রসঙ্গত, ওয়েব ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং নামেও পরিচিত ইন্টারনেট ব্যাংকিং। ব্যাংকের নির্দিষ্ট শাখার অধীনে অনলাইন বা ইন্টারনেট হিসাব চালানো যায়। তবে এই মাধ্যমে লেনদেনের জন্য ব্যাংকের শাখায় যাওয়ার প্রয়োজন পড়ে না। প্রথাগত পদ্ধতির বাইরে মোবাইল বা কম্পিউটারের সাহায্যে ইন্টারনেট ব্যাংকিং করা হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া