adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিদ্যুতের সঞ্চালন সক্ষমতা বাড়াতে ঋণ দেবে এডিবি

bidutনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বিদ্যুৎ খাতের সঞ্চালন বিতরণ সক্ষমতা বৃদ্ধি করে দক্ষ এবং নির্ভরযোগ্য বিদ্যুতের প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মধ্যে চুক্তি সই হয়েছে।

২৯ মে সোমবার শেরেবাংলানগরস্থ এনইসি সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে ছিলেন অর্থনীতির সম্পর্ক বিভাগের (ইআরডি) ভারপ্রাপ্ত সচিব কাজী শফিকুল আজম। এডিবির পক্ষে এডিবির আবাসিক প্রতিনিধি কাজুহিকো হিগুছি।‘বাংলাদেশ পাওয়ার সিস্টেম ইনহেনমেন্ট অ্যান্ড ইফিসিয়েন্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ এর চুক্তির আওতায় ৬১৬ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ দেবে এডিবি।

কাজী শফিকুল আজম বলেন, ‘এ প্রকল্পের মেয়াদ চার বছর। ২০১৬ সাল থেকে ২০২০ সালে এটা বাস্তবায়িত হবে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে এক হাজার ৫৭ দশমিক ৫ মার্কিন ডলার। এডিবি ৬১৬ মিলিয়ন মার্কিন ডলার দেবে; বাকি ৪৩৯.৫ মার্কিন ডলার বাংলাদেশ সরকার এবং সংশ্লিষ্ট সংস্থাকে যোগান দিতে হবে।’

শফিকুল আযম বলেন, ‘এডিবি ছাড়াও এ কর্মসূচিতে সহঅর্থায়নকারী হিসেবে জাপান ফান্ড ফর প্রোভার্টি রিডাকশন (জেএফপিআর) দুই মিলিয়ন মার্কিন ডলার অনুদান প্রদান করবে।’

সচিব বলেন, ‘বিদ্যুৎ বিভাগ এই প্রকল্পের উদ্যোগী বিভাগ। পাওয়ার গ্রেড কোম্পানি বাংলাদেশ লিমিটেড, ডেসকো এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এ ঋণের আওতায় গৃহীত প্রকল্পসমূহের বাস্তবায়নকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করবে। প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে বিদ্যুৎ খাতের সঞ্চালন বিতরণ সক্ষমতা বৃদ্ধি করে দক্ষ এবং নির্ভরযোগ্য বিদ্যুতের প্রবেশাধিকার নিশ্চিত করা।’

এ ঋণের আওতায় আমিনবাজার, মাওয়া ও মংলায় ৪০০ কেভি ট্রান্সমিশন লাইন প্রজেক্টসহ পাঁচটি প্রজেক্ট বাস্তবায়ন করা হবে বলে জানান সচিব।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া