adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

৫ বছরে সর্বনিম্ন পাশের হার সিলেট বোর্ডে

shyletডেস্ক রিপাের্ট : সিলেট শিক্ষা বোর্ডে ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় গত বছরের তুলনায় পাসের হার ৪ দশমিক ৫১ শতাংশ কমলেও বেড়েছে জিপিএ-৫।

৪ মে দুপুরে সিলেট শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তফা কামাল এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান।

তিনি জানান, গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৮৪ দশমিক ৭৭ শতাংশ। এবার তা কমে হয়েছে ৮০ দশমিক ২৬ শতাংশে। যা গত ৫ বছরের তুলনায় সর্বনিম্ন।

গতবছর ২ হাজার ২৬৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও এবার জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৬৬৩ জন শিক্ষার্থী।

এবছরের পরীক্ষায় মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় ৮৭২টি স্কুলের ৯৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে পাশ করেছে ৭৫ হাজার ৩৭৪ জন।

শতভাগ পাশ করেছে ৩৭ টি স্কুল। গতবছর শতভাগ পাশ করা স্কুলের সংখ্যা ছিল ৬২টি। কোন শিক্ষার্থীই পাশ করেনি বা শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য এমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এবারে নেই।

বোর্ডের অধীনে চার জেলায় পাসের হার সিলেটে ৮৪ দশমিক ৩১, হবিগঞ্জে ৭৬ দশমিক ০২, মৌলভীবাজারে ৭৬ দশমিক ১২ ও সুনামগঞ্জে ৮১ দশমিক ৩৮ শতাংশ।

ফলাফলের হার কম হওয়ার কারণ হিসেবে গণিত এবং নতুন চালু হওয়া আইসিটি ও ক্যারিয়ার শিক্ষা বিষয়ে বেশীরভাগ শিক্ষার্থীর অকৃতকার্য হওয়াকে দায়ি করেছেন মোস্তফা কামাল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া