adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আসছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে কলকাতার ‘ওয়ান’

PROSENবিনােদন ডেস্ক : কলকাতায় পয়লা বৈশাখ মুক্তি পেয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘ওয়ান’। সিনেমাটি ৫ মে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে। কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ঢাকার প্রতিনিধি বিজয় খেমকা আমদানি করছেন সিনেমাটি। জানিয়েছেন ঢাকার প্রেক্ষাগৃহ সংশ্লিষ্ট একটি সূত্র।

বীরসা দাশগুপ্ত পরিচালিত ‘ওয়ান’-এ আরো অভিনয় করেছেন যশ দাসগুপ্ত ও নুসরাত জাহান।

সিনেমাটিতে প্রসেনজিতকে খল ভূমিকায় দেখা যাবে। বৈশাখে মুক্তি পাওয়া জয়া আহসানী অভিনীত ‘বিসর্জন’-এর কাছে দাঁড়াতে পারেনি ‘ওয়ান’। তবে মাল্টিপ্লেক্সগুলোতে মোটামুটি ব্যবসা করেছে।

ছবিতে নিজের চরিত্র নিয়ে প্রসেনজিৎ কলকাতার পত্রিকায় বলেছিলেন, ‘আমার চরিত্রটিতে গ্রে শেড রয়েছে ঠিকই তবে এই শেড প্রত্যেক মানুষের মধ্যেই থাকে। চরিত্রটি বেশ অন্যরকম। এত বছরের ক্যারিয়ারে প্রথমবার এ জাতীয় একটি চরিত্রে কাজ করলাম।’

ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন অরিন্দম। গান গেয়েছেন অরিজিত সিং, শালমলি-সহ অন্যরা।

একইদিন মুক্তি পাবে ঢালিউডের প্রথম সায়েন্স ফিকশন সিনেমা ‘পরবাসিনী’। স্বপন আহমেদের পরিচালনায় এর প্রধান চরিত্রে আছেন ইমন, রিত মজুমদার, সব্যসাচী চক্রবর্তী ও জুন মালিয়া। আইটেম গানে আছেন উবর্শী রাতেলা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া