adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘আইসিসি থেকে তিন মোড়ল সরাতে বড় ভূমিকা পাকিস্তানের’

ALAMস্পোর্টস ডেস্ক : আইসিসির ঘাড় থেকে ‘বিগ থ্রি’র ভূত নামাতে সবচেয়ে বড় ভূমিকা কাদের? শাহরিয়ার খানের দাবি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করেছে পাকিস্তানই। মানে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গত বুধবার দুবাইয়ে আইসিসির বোর্ড সভায় নতুন আর্থিক সংস্কার প্রস্তাব ও পরিচালন কাঠানো সংশোধন প্রস্তাব পাশের মধ্যদিয়ে ‘বিগ থ্রি’ তথা ‘তিন মোড়ল’ প্রথা বাতিল হয়েছে। আইসিসিতে ফিরে এসেছে গণতান্ত্রিক ধারা। দুবাই থেকে শুক্রবার দেশে ফিরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান ‘বিগ থ্রি’কে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে বলেছেন, আইসিসিতে এখন গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে। এতে পাকিস্তান আর্থিকভাবে অনেক বেশি লাভবান হবে বলেও দাবি করেছেন শাহরিয়ার খান।
লাহোরে পাকিস্তানের জাতীয় ক্রিকেট একাডেমীতে আয়োজিত সংবাদ সম্মেলনে শাহরিয়ার খান বলেন, ‘বিগ থ্রি’ ছিল অগণতান্ত্রিক একটা প্রথা। একমাত্র দেশ হিসেবে পাকিস্তান সেই শুরু থেকেই এই অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার ছিল। পাশাপাশি পাকিস্তান অন্য ক্রিকেট খেলুড়ে দেশগুলোকে এটা বোঝাতে সক্ষম হয়েছে যে, ‘বিগ থ্রি’ সত্যিকার অর্থে বিশ্ব ক্রিকেটে সমতার ভিত্তিতে কাজ করছে না। ‘বিগ থ্রি’ উল্টো আইসিসিতে নির্দিষ্ট কিছু দেশের পক্ষে কাজ করছে, যা ছিল অন্যায়।’ সংবাদ সম্মেলনে তার সঙ্গে ছিলেন দুবাইয়ের আইসিসির বোর্ড সভায় যোগ দেওয়া পিসিবির নির্বাহী কমিটির চেয়ারম্যান নাজাম শেঠিও।
শাহরিয়ার খান দাবি করেন ‘বিগ থ্রি’র প্রচলনে পাকিস্তানের অনেক ক্ষতি হয়েছ। এটা বিলুপ্ত হওয়ায় তাই পাকিস্তানের লাভ হয়েছে অনেক, ‘আইসিসিতে বিগ থ্রি’র সৃষ্টিতে আমরা (পিসিবি) অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। এটা বিলুপ্ত হওয়ায় আর্থিকভাবেই পাকিস্তানের লাভ হবে ২৯ মিলিয়ন ডলার! বিগ থ্রি প্রথার কারণে আমরা আসলে অনেক দিক দিয়েই ক্ষতিগ্রস্ত হয়েছি। যেমন, এফটিপি অনুসারে গত কয়েক বছরে ভারতের বিপক্ষে ৬টা দ্বিপক্ষীয় সিরিজ খেলার কথা ছিল আমাদের। কিন্তু তারা প্রতিশ্রুতি রাখেনি। এর ফলে আর্থিক দিক থেকে আমাদের বিশাল ক্ষতি হয়েছে।’
শাহরিয়ার খান মনে করেন, ‘বিগ থ্রি’ রদ হওয়ায় পাকিস্তান ক্রিকেটে এখন নতুন যুগের সূচনা হবে। ফিরে আসবে আন্তর্জাতিক ক্রিকেট, ‘বিগ থ্রি বাতিল হওয়ায় আইসিসি এখন অনৈক বেশি পেশাদার এবঙ গণতান্ত্রিক হবে। সদস্য দেশগুলো এখন আর্থিক দিক থেকে সমভাবে লাভবান হবে এবঙ আইসিসির কাউন্সিলে প্রতিনিধিত্ব করতে পারবে। বিশ্ব ক্রিকেট থেকে বিগ থ্রি’র অবসান হয়েছে। আমরা আশাবাদী আইসিসি এবং পাকিস্তান ক্রিকেটে এখন নতুন যুগের সূচনা হবে।’ -পরিবর্তন

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া