adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পাকিস্তানকে নোটিশ পাঠাবে বিসিবি

BCB-স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের কাছে ব্যাখ্যা চাইবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তানকে নোটিশ পাঠাবে বলে জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি আরো বলেন, অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসছে নিশ্চিত। তবে দিনক্ষণ ঠিক হয়নি এখনও।

শুক্রবার বিসিবি সভাপতি নাজমুল হাসান অনির্ধারিত সংবাদ সম্মেলনে বলেন, পাকিস্তান দল বাংলাদেশ সফর বাতিল করায় আমরা বিস্মিত। এর ব্যাখ্যা চেয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নোটিশ পাঠাবে বিসিবি। আগের দিন পিসিবি সভাপতি শাহরিয়ার খানের উদ্ধৃতি দিয়ে পাক সংবাদমাধ্যম জানায়, বাংলাদেশ সফরে আসছে না পাকিস্তান দল।

নাজমুল হাসান বলেন, অস্ট্রেলিয়া দল বাংলাদেশ সফরে আসছে নিশ্চিত। কারণ দুবাইয়ে আইসিসি’র সভা শেষে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রেসিডেন্ট আমাকে বলেছেন, সিরিজের প্রথম টেস্ট দেখতে সস্ত্রীক বাংলাদেশে আসছেন তিনি। বৃহস্পতিবার পিসিবিকে উদ্ধৃত করে পাক সংবাদমাধ্যমে জানানো হয় বাংলাদেশ সফর বাতিল করেছে পাকিস্তান।

কিন্তু বিস্ময়কর হলেও সত্য- আইসিসির সভায় পাশাপাশি বৈঠক করে একই হোটেলে থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসানকে এ বিষয়ে কিছুই বলেননি পিসিবি প্রধান শাহরিয়ার খান। গতকাল দেশে ফিরে তাই পাকিস্তানের এমন ঘোষণায় বিস্ময় প্রকাশ করেন বিসিবি প্রধান। গুলশানে স্থানীয় মিডিয়ার সঙ্গে আলাপে নাজমুল হাসান বলেন, খবরটি আর সবার মতো তিনিও পত্র-পত্রিকায় পড়েছেন।

কেন সফর বাতিল করেছে, কি কারণে পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশে আসবে না বিসিবি এখনো তা জানে না। বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে আনুষ্ঠানিকভাবে জানতে চাইবো, কেন তারা সফর বাতিল করেছে? আর বিসিবি প্রধান বলেন, পিসিবি এখনো বিসিবিকে আনুষ্ঠানিকভাবে সফর বাতিলের কথা জানায়নি। তাই আমরাও প্রতিক্রিয়া ব্যক্ত করিনি। পিসিবি আনুষ্ঠানিকভাবে আমাদের জানালে আমরাও আনুষ্ঠানিকভাবে তাদের কাছে ব্যাখ্যা চাইবো। সফর বাতিলের কারণ জানতে চাইবো।

আগামী জুলাইয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল পাকিস্তান ক্রিকেট দলের। তবে বৃহস্পতিবার দুবাইয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান বলেন, সাম্প্রতিক সময়ে দুইবার বাংলাদেশ সফরে গিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। কিন্তু এ সময় বাংলাদেশ দল একবারও পাকিস্তান সফরে যায়নি। আমরা পরপর তিনবার বাংলাদেশে যেতে পারি না।

ঘরোয়া টি-টোয়েন্টি আসর এবারের পাকিস্তান সুপার লীগের ফাইনাল খেলা হয় লাহোরে। এতে ফাইনালিস্ট দুই দলে অংশ নেন বিদেশি খেলোয়াড়রাও। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে আমন্ত্রণ জানায় পিসিবি। তবে নিরাপত্তা ইস্যুতে বিসিবি সেই প্রস্তাব প্রত্যাখান করে। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলে বাসে বন্দুকধারী হামলার ঘটনার পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রয়েছে। আগামী আগস্টে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার সম্ভাবনা রয়েছে। নিরাপত্তা জুজুতে ২০১৫ সালে বাংলাদেশ সফর বাতিল করে অজি বোর্ড ক্রিকেট অস্ট্রেলিয়া।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া