adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পুঁজিবাজার আরও পতন, কমল লেনদেনও

dseডেস্ক রিপাের্ট : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ দুই বাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। কমেছে লেনদেনও।

২৪ এপ্রিল সোমবার সপ্তাহের দ্বিথীয় কার্যদিবসে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক দুই পয়েন্ট কমে পাঁচ হাজার ৪৩৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক তিন পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৫৯ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক চার পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ১৯ পয়েন্টে। অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সেঞ্জে (সিএসই) ৩৩ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ মোট লেনদেনে অংশ নেয় ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির শেয়ার দর।

শেয়ারবাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ডিএসইতে ৪৯৯ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত কালের তুলনায় ছয় কোটি ২৯ লাখ টাকা কম। গতকাল রোববার ডিএসইতে ৫০৬ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৮১৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার।

২০১০ সালের পুঁজিবাজারে ধসের প্রায় সাত বছর পর গত নভেম্বরে আবার চাঙ্গা হতে থাকে বাজার। ফিরে আসতে শুরু করে বিনিয়োগকারীরা। তবে চলতি মাসের প্রথম সপ্তাহের পর থেকে উল্টোপথে চলছে পুঁিজবাজার। গত ১০ কার্যদিবসে একদিন বাদে বাজার পড়েছে প্রতিদিনই। এ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা বিরাজ করছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া