adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাইবান্ধায় লিটনের আসনে নৌকার জয়

BOATডেস্ক রিপাের্ট : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম মোস্তফা আহমেদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেছেন জাতীয় পার্টির প্রার্থী শামীম হায়দার পাটোয়ারীকে।

নৌকা প্রতীকে ভোট পড়েছে ৯৭ হাজার ৩৭৪টি। আর লাঙ্গল প্রতীকে ভোট পড়েছে ৫৯ হাজার ১৫০টি।

১০৯টি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন। এই নির্বাচনে আরও পাঁচজন প্রার্থী থাকলেও তারা আলোচনায় নেই।

এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে  বুধবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হয়। সকাল থেকেই ভোটার উপস্থিতি ছিল কম। দুপুরের পর কিছুটা বাড়লেও এই নির্বাচন নিয়ে খুব বেশি উৎসাহ উদ্দীপনা দেখা যায়নি ভোটারদের মধ্যে।

তবে দিনভর ভোট ছিল শান্তিপূর্ণ। প্রতিটি কেন্দ্রেই শান্তি শৃংখলা রক্ষায় পুলিশ, আনসার ও বিজিবির টহল দেখা গেছে। স্ট্রাইকিং ফোসং হিসেবে ছিল বিজিবি।

 এই নির্বাচনে মোট ১০৯টি কেন্দ্রের ৬৩৭টি কক্ষে ভোট নেয়া হয়। মোট ভোটার সংখ্যা তিন লাখ ৩৩ হাজার ৪২৬ জন।

গত ৩১ ডিসেম্বর এই আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যার পর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। দশম সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি এই নির্বাচনে প্রার্থী দেয়নি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া