adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

`আন্তর্জাতিক রাজনীতিতে জঙ্গিবাদ প্রচার করে ক্ষমতা টিকিয়ে রাখতে চায় সরকার’

mouনিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘সরকার আন্তর্জাতিক রাজনীতিতে জঙ্গিবাদ ইস্যু প্রচার করে ক্ষমতার টিকিয়ে রাখতে চায়। এটি সরকারের একটি দূরভিসন্ধিমূলক কৌশল।’

২২ মার্চ বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় মওদুদ এই মন্তব্য করেন। ‘মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা’ শীর্ষক এই সভার আয়োজন করে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ’ নামের একটি সংগঠন।

মওদুদ বলেন, ‘এটা নিশ্চয় সরকারের কোনো কৌশল। দূরভিসন্ধিমূলক একটি স্ট্রাটেজি। আন্তর্জাতিক রাজনীতিতে জঙ্গিবাদের কর্মকাণ্ডগুলো ফলাওভাবে প্রচার করে সরকার ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু এতে কোনো লাভ হবে না।’

জঙ্গিবাদ ইস্যুকে ‘অতিরঞ্জিত করার ফলে’ এতে প্রকৃত অপরাধীদের ধরার পরিবর্তে সাধারণ মানুষ হয়রানি হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।

সাবেক এই মন্ত্রী বলেন, ‘অনেক নিরীহ মানুষকে জঙ্গি অভিযানের নামে অহেতুক হয়রানি করা হচ্ছে। শোনা যাচ্ছে, উপজেলা পর্যায়ে নাকি জঙ্গিবাদবিরোধী অভিযান পরিচালিত হবে। সেটি হলে ভুল হবে। কারণ এই অভিযানের নামে পুলিশ-র‌্যাব সাধারণ মানুষকে হয়রানি করবে।’

বিএনপি জঙ্গিবাদ নির্মূল করেছে দাবি করে দলটির অন্যতম এই নীতি নির্ধারক বলেন, ‘শায়খ আবদুর রহমান, বাংলা ভাইদের বিচারের আওতায় এনে আমরাই জঙ্গি নির্মূল করেছিলাম। বিএনপির আমলে এদের ফাঁসি হয়েছে। বিএনপিই জঙ্গিবাদ নির্মুল করেছিল। কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পরে দেখা যাচ্ছে, জঙ্গিবাদের উত্থান হচ্ছে।’

জঙ্গিবাদ নির্মূল করতে চাইলে সব রাজনৈতিক দলসহ জনগণকে ঐক্যবদ্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান মওদুদ। তিনি বলেন, ‘যারা সত্যিকারের জঙ্গি তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করুন। আমরা এ ব্যাপারে সহযোগিতা করবো। আর জঙ্গিবাদ যদি এতোই জাতীয় ইস্যু হয়ে দাঁড়ায়, তাহলে একে দমন করতে র‌্যাব-পুলিশ একা পারবে না। সরকারের একার পক্ষে সম্ভব হবে না। যদি দমন করতে হয়, জাতীয় পর্যায়ে সব রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। সবাই মিলে কাজ করলে জঙ্গিবাদ নির্মূল হবে।’

মওদুদ আহমদ বলেন, ‘জঙ্গিবাদ নির্মূলে সরকার এই ধরনের পদক্ষেপ না নিলে বুঝতে হবে সরকার রাজনীতিকভাবে লাভবান হওয়ার জন্যই জঙ্গিবাদকে জিইয়ে রাখছে।’

‘বর্তমান নির্বাচন কমিশন গ্রহণযোগ্যতা হারিয়েছে’ মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘সরকারি দলের নেতারা ভোট চেয়ে বেড়াচ্ছেন। প্রধানমন্ত্রী কালকেও মাগুরায় ভোট চেয়েছেন। কিন্তু এতে আমাদের কোনো আপত্তি নেই। তবে এই ভোটের প্রচারণার অধিকার বিএনপিকেও দিতে হবে। অর্থাৎ লেবেলে প্লেয়িং ফিল্ড বলতে যা বোঝায় সেটি নিশ্চিত করতে হবে।’

তিনি অভিযোগ করেন, সরকারি দল ভোটের প্রচার চালালেও বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা হয়রানি করা হচ্ছে। সভা-সমাবেশের অনুমতি দেয়া হচ্ছে না।

মওদুদ বলেন, ‘এখনই বুঝতে পারছি, আগামী নির্বাচন আপনারা কেমন করতে চান। কিন্তু বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে মামলা মোকাদ্দোমা দিয়ে সেই ধরনের একদলীয় নির্বাচন করার চেষ্টা করলে সেটি সুষ্ঠু হবে না। সব গণতান্ত্রিক রাজনৈতিক দল ও জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবো।'

আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপির নিবন্ধন বাতিল হযে যাবে বলে যে কথা বলা হচ্ছে এই প্রসঙ্গ টেনে মওদুদ আহমদ বলেন, ‘নিবন্ধন থাকুক আর না থাকুক আমাদের এটি কোনো ইস্যু নয়। আমাদের ইস্যু হচ্ছে জনগণের অধিকার এবং গণতন্ত্র ফিরিয়ে আনা। এখন সেই গণতন্ত্র নাই যে স্বপ্ন একাত্তরে জনগণ দেখেছিল। এখন যে সংকট চলছে সেটি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার সংকট। সুতরাং ভোটাধিকার ফিরিয়ে আনাই আমাদের সবচেয়ে বড় ইস্যু।’
আয়োজক সংগঠনের সিনিয়র সহসভাপতি শফিউল আলম রাহীর সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া