adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রোববার হতে পারে বাংলাদেশের জয়োৎসবের দিন

Bangladesh cricketer Shakib Al Hasan unsuccessfully appeals for the wicket of Sri Lankan cricketer Dilruwan Perera during the fourth day of the second and final Test cricket match between Sri Lanka and Bangladesh at the P. Sara Oval Cricket Stadium in Colombo on March 18, 2017. / AFP PHOTO / Ishara S. KODIKARA        (Photo credit should read ISHARA S. KODIKARA/AFP/Getty Images) ক্রীড়া প্রতিবেদক : ক্রিকেট বিশ্বে পাকিস্তান,অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজ ছাড়া অন্য কোনো দেশের শততম টেস্ট জেতার সৌভাগ্য হয়নি। এবার চতুর্থ দেশ হিসাবে বাংলাদেশের সামনে সেই সৌভাগ্য অর্জনের হাতছানি। শুধু হাতছানি বললে খাটে করা হবে টাইগারদের। লঙ্কানদের বিরুদ্ধে শততম টেস্টে জয়োৎসব এখন সময়ের ব্যাপার মাত্র।  রাত পোহালেই মুশফিক সেনারা দেশকে জয়োৎসবের বার্তা দেবেন, এমনটাই প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের। শনিবার (১৮ মার্চ) শেষ বিকালে শ্রীলঙ্কা ১৩৯ রানে আট উইকেট হারানোয় ক্রিকেট বিশ্বে বার্তা পৌঁছে যায়, বাংলাদেশ ক্রিকেট বিশ্বে চতুর্থ দেশ হিসাবে শততম টেস্ট জিততে যাচ্ছে।  ম্যাচের চতুর্থ দিনের  গোধূলিতে  কিছুটা তৃপ্তি নিয়ে হোটেল মুখো হন লাল-সবুজের ওরা এগার জন। ১৯ মার্চ রোববার টেস্টের পঞ্চম ও শেষ দিন। আর কতদূর এগুবে স্বাগতিকরা। খেলা শেষে সাকিব যা বললেন, তাতে বাংলাদেশের টেস্ট জয়ের সম্ভাবনা নব্বই শতাংশ। আত্মবিশ্বাসী বাংলাদেশ শিবির। সেই সঙ্গে দেশ ও জাতি তাকিয়ে কলম্বোতে। সবাই অপেক্ষার প্রহর গুণছেন মুশফিক-সাকিবরা কখন সুখের বার্তা পাঠাবেন।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বোলিং পারফরমেন্সের তুলনা হয় না। তবে শ্রীলঙ্কার ১৩৯ রানের স্কোরটি আরো খাটো হতে পারতো। ওপেনার করুণারতেœর ১২৬ রানের বিরাট ইনিংস এগিয়ে নিয়েছে লঙ্কানদের।  শ্রীলঙ্কা নবম ও দশম উইকেটে তুলেছে যথাক্রমে ২১ ও অপরাজিত ৩০ রান। শেষ দিকের ব্যাটসম্যানদের দৃঢ়তায় ৮ উইকেটে ২৬৮ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছে স্বাগতিকরা। হাতে দুই উইকেট, এগিয়ে ১৩৯ রানে। তবে এ কথা সত্যি, পি সারা ওভালে বাংলাদেশ আপাতত ভালো অবস্থায় থাকলেও চতুর্থ ইনিংসে ব্যাট করতে হবে বাংলাদেকে। চ্যালেঞ্জ ওখানেই। শেষ ইনিংসে খুব ভালো করার নজির নেই বাংলাদেশের। তাও আবার প্রতিপক্ষের মাঠে।
তারপরেও বলা যায় আপাতত কলম্বো টেস্টের লাগাম বাংলাদেশের হাতেই। টার্গেট যদি ১৫০-১৬০ রানের হয় তাহলে খুব বেশি কঠিন হওয়ার কথা নয়। তবে অনেক কিছু নির্ভর করবে দুই ওপেনার তামিম ও সৌম্যের উপর।
রোববার সকালে ব্যাট করতে নামবেন দুই অপরাজিত ব্যাটসম্যান পেররা ও লাকমাল। পেরারা ২৬ ও লাকমাল ব্যাট করছেন ১৬ রানে।  সকালে যদি এ জুটি আরো ৩০-৪০ রান করে ফেলে এবং তাহলে সেটা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে টাইগারদের জন্য। পি সারার যে উইকেট তাতে চতুর্থ ইনিংসে ১৭০- ১৮০ রানের টার্গেট সহজ হবে না বাংলাদেশের জন্য। গত শুক্রবার তৃতীয় দিনে যে ১৩ ওভার ব্যাট করেছিল লঙ্কানরা, তাতে চিন্তা ধরিয়ে দিয়েছিল টাইগারদের। বিনা উইকেটে ৫৪ রান তুলে দ্বিতীয় ইনিংসে দাপুটে ব্যাটিংয়ের ঘোষণা দিয়ে রাখেন তারা। তবে চতুর্থ দিন শুরু হয় লঙ্কানদের উইকেট হারানো দিয়ে। দিনের দ্বিতীয় ওভারের প্রথম বলেই উপুল থারাঙ্গাকে বিদায় করেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু শুরুর এই ধাক্কা ভালোমতোই কাটিয়ে ওঠে লঙ্কানরা। উইকেটে থিতু হয়ে যান দিমুথ করুনারাতেœ এবং কুশাল মেন্ডিস। প্রথম সেশন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ১ উইকেটে ১৩৭ রান। এর পরের গল্প মুস্তাফিজ ও সাকিবের তথা বাংলাদেশের। ১৪৩ রানের মাথায় দ্বিতীয় উইকেটের দেখা পায় বাংলাদেশ। কুশল মেন্ডিসকে ৩৬ রানে বিদায় করেন মুস্তাফিজ।
এরপর এক এক করে সাজঘরে ফিরেন গুনারাতেœ (৭), সিলভা (০) এবং ডিকভেলা (৫)। কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ১৩৯ রান করা দিনেশ চান্দিমালকে এবার আর বাড়তে দেননি মোস্তাফিজুর রহমান। ব্যক্তিগত ৫ রানের মাথায় মুশফিকুর রহিমের অসাধারণ এক ক্যাচের শিকার হয়ে বিদায় নেন চান্দিমাল।
দারুণ বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও এক পাশে দেয়াল হয়ে দাঁড়ান এ ওপেনার। শুধু কি দেয়াল? সমানে রানও করে যাচ্ছিলেন তিনি। কিছুতেই তাকে ফেরানো যাচ্ছিলো না। অনেক সাধানার পর অবেশেষে ‘ডেঞ্জারম্যান’ করুণারতেœ আউট করেন সাকিব আল হাসান। সাকিবের দারুণ এক আউট সুয়িং বল ঠিকমত খেলতে না পেরে সিøপে ক্যাচ দেন করুণা। সেই ক্যাচ নিতে এতটুকু ভুল হয়নি সৌম্যে সরকারের।
আউট হবার আগে অবশ্য কাজের কাজটি করে গেছেন করুণারতেœ। খেলেছেন ১২৬ রানের অসাধারণ ইনিংস। এরপর হেরাথকে ৯ রানে বিদায় করেন তাইজুল। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজ ও সাকিব তিনটি করে উইকেট নেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া