adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুধুমাত্র ভারতীয়রা সৌদি কোম্পানিতে চাকরি পাবে!

S Dআন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের একটি কোম্পানিতে প্রকৌশলী পদে চাকরির আবেদন চেয়ে একটি বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। কিন্তু সেই বিজ্ঞাপনে কেবলমাত্র ভারতীয় নাগরিকদের কাছ থেকে চাকরির আবেদন চাওয়া হয়েছে। সৌদি সরকার এ ধরনের বিজ্ঞাপনকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। দেশটির শ্রম ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয় ইতোমধ্যেই বিষয়টি তদন্ত শুরু করেছে। খবর সৌদি গেজেটের।

সৌদি আরবের শ্রম ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয় বিষয়টিকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে তা তদন্ত করে দেখার ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদ আবা আল-খাইল টুইটারে বলেন, মন্ত্রণালয়ের আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন চাকরির বিজ্ঞপ্তি যিনি দিয়েছেন, তাকে জবাবদিহি করতে হবে।

তিনি আরও বলেন, 'মন্ত্রণালয় এ ধরনের বিজ্ঞাপনের ক্ষেত্রে কোনো ছাড় দেবে না এবং যারা এটি লংঘন করেছে তাদের ওপর নিষেধাজ্ঞা দেয়া হবে। বিষয়টি খতিয়ে দেখছে সৌদি শ্রম ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয়। '

এই সেই বিজ্ঞাপনটি প্রকাশ হওয়ার পর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাদ্যমে সৌদি নাগরিকরা তাদের তীব্র অসন্তোষ প্রকাশ করেন। অনেকেই জানান, অনেক সৌদি নাগরিকের এ চাকরি পাওয়ার যোগ্যতা আছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া