adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আয়ারল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে শুভ সূচনা বাংলাদেশের

X during the Women's ICC World Twenty20 India 2016 match between Pakistan and Bangladesh at Feroz Shah Kotla Ground on March 24, 2016 in Delhi, India.  ক্রীড়া প্রতিবেদক : শক্তিশালী আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলকে হারিয়ে আইসিসি বিশ্বকাপ বাছাই পর্বের সুপার সিক্সে শুভ সূচনা করেছে বাংলাদেশ। বুধবার শ্রীলঙ্কার কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ নারী দল ৭ উইকেটের বড় ব্যবধানে আয়ারল্যান্ডকে হারিয়ে দেয়।
এদিন টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রুমানারা। আয়ারল্যান্ড ব্যাটিংয়ে নেমে ৪৭.১ ওভারে ১৪৪ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। দলের পক্ষে ক্লেয়ার শিলিংটন ৩৭ ও লরা ডেলানি ৩৭ রান করেন। বাংলাদেশের পক্ষে জাহানারা আলম ৩টি, পান্না ঘোষ ২টি, রুমানা আহমেদ ২টি, খাদিজা তুল কুবরা ২টি ও সালমা খাতুন ১টি করে উইকেট নেন। জয়ের জন্য ১৪৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৯.১ ওভারে তিন উইকেট হারিয়ে জয় পায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন শারমিন আখতার। এছাড়া ফারজানা হক ৩৪ ও রুমানা আহমেদ ২৪ রান করে অপরাজিত থাকেন। আয়ারল্যান্ডের পক্ষে সিয়ারা মেটকাফে ১টি ও গ্যাবি লিউইস ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা নির্বাচিত হন বাংলাদেশের জাহানারা আলম।
সুপার সিক্স পর্বে বাংলাদেশ আর দুইটি ম্যাচ খেলবে। শুক্রবার ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর রোববার স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে রুমানা আহমেদরা।
সংক্ষিপ্ত স্কোর -আয়ারল্যান্ড নারী দল: ১৪৪ (৪৭.১ ওভার)
(মেগ কেন্ডাল ১৬, সিসেলিয়া জয়েস ৩, কিম গার্থ ০, ক্লেয়ার শিলিংটন ৩৭, লরা ডেলানি ৩৭, ইসোবেল জয়েস ২৪, গ্যাবি লিউইস ০, ম্যারি ওয়ালড্রন ১১, রবিন লিউইস ০, লুসি ও’রেইলি ৪, সিয়ারা মেটকাফে ০*; জাহানারা আলম ৩/২১, পান্না ঘোষ ২/১৬, রুমানা আহমেদ ২/৫০, খাদিজা তুল কুবরা ২/২৬, সালমা খাতুন ১/২৯ )
বাংলাদেশ নারী দল: ১৪৫/৩ (৩৯.১ ওভার)
(শারমিন সুলতানা ২২, শারমিন আখতার ৫২, সানজিদা ইসলাম ২, ফারজানা হক ৩৪*, রুমানা আহমেদ ২৪*; সিয়ারা মেটকাফে ১/৩৩, গ্যাবি লিউইস ১/৩১)

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া