adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মুশফিকদের ভুলে বড় ইনিংসের পথে ভারত

India's captain Virat Kohli (R) shares a light moment with teammate Murali Vijay as they walk back to the pavilion at the tea interval during the first day of the Test cricket match between India and Bangladesh at The Rajiv Gandhi International Cricket Stadium in Hyderabad on February 9, 2017.  ---------IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE----- / GETTYOUT / AFP PHOTO / NOAH SEELAM / ----IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE----- / GETTYOUTক্রীড়া প্রতিবেদক : ভুল করার ক্ষেত্রে দেশের মাটি আর বিদেশের মাটি বলে আলাদা কিছু নেই বাংলাদেশ দলের কাছে। আজ ভারতের হায়দরাবাদের রাজীব গান্ধি স্টেডিয়ামেও ভুল করলেন টাইগার সেনারা। সেই ভুলের জন্য টেস্টের প্রথম দিন শাসন করলো স্বাগতিক ভারত। ২৩৪ রানে ৩ উইকেট হারানোর পর দলনায়ক বিরাট কোহলির হার না মানা ১১১ রানের ইনিংসে ভর করে  দিনশেষে ৩৫৬ রান করে বুক উচিয়ে মাঠ ছাড়ল ভারত। আল্লাহ জানে, বিরাট আজ কত বড় জাদু  দেখিয়ে ইনিংসটাকে কোথায় নিয়ে ঠেকাবেন। টাইগার বোলাররা যদি কোহলিজাদু বন্ধ করতে সক্ষম হয়, তারপরও বড় ইনিংস গড়ার আভাস থেকেই যাচ্ছে।    
রাজীব গান্ধিতে কিছু কিছু ভুল না হলে প্রথম দিনটা বাংলাদেশের হতে পারতো। সকালের ভুলে হায়দরাবাদের বিকেলটাও বিবর্ণ হয়ে গেল। সুযোগ হাতছাড়া হওয়ার আক্ষেপে ভারতের মাটিতে টেস্টের প্রথম দিনটা কাটল মুশফিকদের। দিনের প্রথম ওভারে উইকেট। তারপরই বেহাল দশা। ছন্নছাড়া ফিল্ডিং। নিজেদের ভুলেরই মাশুল গুণছে সফরকারীরা।
গতকাল বৃহস্পতিবার হায়দরাবাদ টেস্টের প্রথম দিনে টাইগারদের বিপক্ষে ভারত প্রথম ইনিংসের ৩ উইকেট হারিয়ে ৯০ ওভারে করেছে ৩৫৬ রান। বিরাট কোহলি শেষ বিকেলে পেয়ে গেলেন তিন অংকের ম্যাজিক স্কোরের দেখা। ১৩০ বলে টেস্ট ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি। তার আগে অবশ্য শতরান তুলে নিয়েছিলেন মুরালি বিজয়। শুক্রবার সকালে উইকেটে নামবেন দুই অপরাজিত ব্যাটসম্যান কোহলি ১১১ ও আজিঙ্কা রাহানে ৪৫ রানে। দু'জন চতুর্থ উইকেট জুটিতে এরইমধ্যে জমা করেছেন ১২২ রান। প্রথম ঘণ্টাতেই এই জুটি না ভাঙতে পারলে রানের পাহাড়েই চাপা পড়বে বাংলাদেশ।

বাংলাদেশের টেস্ট ক্যারিয়ারে ১৬ বছরে প্রথমবারের মতো ভারতে খেলতে নেমে স্বপ্নের মতো একটা সূচনা হয়েছিল মুশফিকবাহিনীর। টস হেরে দল ফিল্ডিংয়ে। অধিনায়ক মুশফিকুর রহীম বল তুলে দিলেন তাসকিন আহমেদের হাতে। প্রথম ওভারের চতুর্থ বলেই বাজিমাত। ইনিংসের প্রথম ওভারে লোকেশ রাহুলকে ফিরিয়ে তাসকিন তেমন ইঙ্গিতই দিয়েছিলেন। অফ স্টাম্পের বাইরের বলে কাভার ড্রাইভ করতে গিয়ে বোল্ড এই ওপেনার। ২ রান করে ফেরেন তিনি। এরপর বাকি দিনের গল্প শুধুই হতাশার। বোলিংয়ের পর বোলিং, উইকেট আর আসে না বাংলাদেশের ঘরে। তবে ব্যক্তিগত ৩৫ রানে আউট হতে পারতেন মুরালি বিজয়। কিন্তু মেহেদী হাসান মিরাজের ব্যর্থতায় অবিশ্বাস্য ভাবে সহজ রান আউট থেকে বেঁচে যান তিনি। সেই লাইফ লাইনটা কাজে লাগিয়ে ভারতীয় ওপেনার কিনা তুলে নিলেন সেঞ্চুরি। যদিও সেই সেঞ্চুরিটাকে আরো বড় হতে দেননি স্পিনার তাইজুল ইসলাম। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বিজয়ের জুটিটাও সেভাবে জমাতে দেননি। তাইজুলের বলে বোল্ড হয়ে ফেরার সময় বিজয়ের রান ১০৮। এটি তার নবম টেস্ট শতরান।
বিজয় ও চেতেশ্বর পুজারার জুটি জীবন পেয়ে ভয়ঙ্কর হয়ে উঠেছিল। দ্বিতীয় সেশনে সেটি ভাঙা গেছে। ওই দুই ঘণ্টায় একটি মাত্র উইকেট। মেহেদী যেন শাপমোচন করেছেন, তবে বড় দেরিতে। সেঞ্চুরি পথে থাকা পুজারাকে দেখিয়ে দিলেন সাজঘরের পথ। ৮৩ রানে ফিরে যান তিনি।
সংক্ষিপ্ত স্কোর- ভারত ১ম ইনিংস: ৩৫৬/৩ (রাহুল ২, বিজয় ১০৮, পুজারা ৮৩, কোহলি ১১১*, রাহানে ৪৫*; তাসকিন ১/৫৮, মেহেদী ১/৯৩, তাইজুল ১/৫০।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া